এই সার্কিট ব্রেকারে সালফার হেক্সাফ্লোরাইড (SF6) গ্যাস আর্ক নির্বাপনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। তাই একে SF6 সার্কিট ব্রেকার বলে।
115 কেভি এসএফ-6 সার্কিট ব্রেকার |
সালফার হেক্সাফ্লোরাইড (SF6) সার্কিট ব্রেকার যেভাবে কাজ করে
সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস (SF6) একটি ভাল ইনসুলেটর গ্যাস এবং এর ইলেক্ট্রন শোষণ করার তীব্র প্রবণতা রয়েছে। সার্কিট ব্রেকারের কন্টাক্টদ্বয় উচ্চ-চাপ যুক্ত সালফার হেক্সাফ্লোরাইড (SF6) গ্যাসের প্রবাহের মধ্যে খোলা হয়। আর্কের ফলে উৎপন্ন মুক্ত ইলেকট্রন সালফার হেক্সাফ্লোরাইড শোষণ করে নেয়, যার ফলে অপেক্ষাকৃত স্থির আয়ন তৈরি হয়। এই স্থির আয়ন কারেন্ট পরিবহন করে না বললেই চলে। ফলে মুহুর্তের মধ্যে ইন্সুলেশন স্ট্রেঙ্থ বৃদ্ধি পায় এবং আর্ক এই গ্যাসের মধ্যে প্রশমিত ও নির্বাপিত হয়।
এই গ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আর্ক নির্বাপিত হওয়ার পরপরই পুনর্বিন্যাস হতে পারে। নিম্ন বায়বীয় সান্দ্রতার (ভিস্কোসিটি) কারণে, SF6 গ্যাস দক্ষতার সাথে পরিচলন পদ্ধতিতে তাপ স্থানান্তর করতে পারে। তাই উচ্চ ডাই-ইলেট্রিক শক্তি এবং উচ্চ তাপ স্থানান্তর প্রভাবের কারণে, SF6 গ্যাসটি আর্ক নির্বাপনে বাতাসের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি কার্যকর।
অন্যান্য সার্কিট বেকারের তুলনায় সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার উচ্চ শক্তি এবং উচ্চ ভোল্টেজে অপেক্ষাকৃত বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এসএফ-6 সার্কিট ব্রেকার মাঝারি ভোল্টেজ এবং উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক সিস্টেমের সম্পূর্ণ পরিসরে ব্যবহৃত হয়ে থাকে। এই সার্কিট ব্রেকার 33 কেভি থেকে 800 কেভি বা আরও বেশি ভোল্টেজের পাওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন