পাওয়ার ট্রান্সফরমারের ভেতরে অনিয়মিত চাপ পর্যবেক্ষণ করে এর গুরুত্বপূর্ণ অংশকে সুরক্ষা দেয়ার একটি অতি প্রয়োজনীয় ডিভাইসের নাম হচ্ছে বুখলজ রিলে (Buchholz relay)। নামকরণ করা হয় আবিষ্কারক বুখলজ(Buchholz) এর নাম অনুসারে।
বুখলজ রিলে (Buchholz relays) Image Attribution: Fluppe37 |
বুখলজ রিলে এমন এক ধরনের আরক্ষা ডিভাইস বা রিলে যা সাধারণত তেল/গ্যাসের অনিয়মিত চাপে সক্রিয় হয়। তাই এই রিলেকে অনেক সময় গ্যাস প্রেসার ডিটেক্টরও বলা হয়। খরচের কথা বিবেচনা করে বুখলজ রিলে 500kVA-এর বেশি তেলে নিমজ্জিত ট্রান্সফরমারে দেখা যায়।
বুখলজ রিলে কোথায় থাকে
রিলেটি ওভারহেড কনজারভেটর ট্যাঙ্ক এবং ট্রান্সফরমারের মূল ট্যাঙ্ক সংযোগকারী পাইপের সাথে যুক্ত থাকে। মূল ট্যাঙ্ক ও কনজারভেটর সংযোগকারী পাইপ এমনভাবে যুক্ত থাকে যাতে মূল ট্যাঙ্কে উৎপন্ন গ্যাস বুখলস রিলে হয়ে উপরের দিকে কনজারভেটরে প্রবাহিত হয়।
বুখলজ রিলে কীভাবে কাজ করে
ডিজাইনের ওপর ভিত্তি করে একটি আধুনিক বুখলজ রিলেতে কমপক্ষে দুটি ফ্লট সুইচ থাকে।
ওভারলোড বা ট্রান্সফরমারের ভেতরে কোন ত্রুটি ঘটলে তা মূলত তাপ আকারে প্রকাশ পায়। ফলে ট্রান্সফরমারের ভেতরের তাপমাত্রা বৃদ্ধি পায়। বর্ধিত তাপে ট্রান্সফরমারে ব্যবহৃত ইনসুলেশন অয়েলের আয়তন বেড়ে যায়। উৎপন্ন তাপমাত্রা বেশি হলে ইনসুলেশন অয়েল হতে বুদবুদের সৃষ্টি হয়।
ট্রান্সফরমারের ত্রুটির ধরনের উপর ভিত্তি করে বুখলজ রিলের কাজ নির্ভর করে। হালকা ওভারলোড অথবা ছোটখাটো ত্রুটির ক্ষেত্রে বুখলজ রিলেতে একটি ফ্লট সুইচ ক্লোজ হয়। যা মূলত একটি এলার্ম সার্কিটকে একটিভ করে। ফলে দায়িত্বে থাকা ব্যক্তি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন।
কিন্তু ত্রুটির পরিমাণ যদি বড় হয় বা ট্রান্সফরমারের ভেতরে আর্কের উদ্ভব ঘটে তাহলে উৎপন্ন তাপের পরিমাণ বা গ্যাসের চাপও বেশি হয়। ফলে অন্য/প্রধান ফ্লট সুইচ কাজ করে যা মূলত ট্রান্সফরমারের সাথে সংযুক্ত সার্কিট ব্রেকারকে ওপেন করে ট্রান্সফরমারকে পাওয়ার লাইন হতে আইসোলেট করে দেয়। ফলে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা পায় ট্রান্সফর্মার ও এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক যন্ত্রপাতি।
বুখলজ রিলে ব্যবহারের সুবিধা
ত্রুটির সময় ট্রান্সফর্মার কে ঝুঁকিমুক্ত রাখে একটি বুখলজ রিলে। বুখলজ রিলে ব্যবহারের সুবিধা নিচে দেয়া হলো।
- অল্প ত্রুটির ক্ষেত্রে এলার্ম বাজিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সতর্ক করে। ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
- ত্রুটির পরিমাণ বেশি হলে ট্রান্সফরমারকে আইসোলেট করে দেয়। ফলে অত্যধিক চাপ হতে ট্রান্সফরমার ট্যাংক, ব্রিদার ট্যাংক ও সংযোগকারী পাইপ রক্ষা পায়।
- আবার ত্রুটি ঘটার কিছুক্ষণের মধ্যেই যেহেতু ট্রান্সফরমারে সাপ্লাই বন্ধ হয়ে যায় তাই অভ্যন্তরীণ বিভিন্ন অংশ যেমন উইন্ডিং কয়েল, ইনসুলেশন ইত্যাদি অধিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন