সিরিজ বা প্যারালাল করার নিয়ম দেখার পূর্বে কারেন্ট সোর্সের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করে নিই। সাধারণত ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সার্কিটে দুই ধরনের কারেন্ট সোর্স ব্যবহার হয়, যথা-
- ইন-ডেপেনডেন্ট কারেন্ট সোর্স
- ডেপেনডেন্ট কারেন্ট সোর্স
ইন-ডেপেনডেন্ট কারেন্ট সোর্স
এই ধরনের কারেন্ট সোর্স সার্কিটের অন্য কোন উপাদানের কারেন্টের উপর নির্ভর করে না। এটি একটি স্বতন্ত্র কারেন্ট সোর্স যা সবসময় ধ্রুব কারেন্ট সরবরাহ করে।
ডেপেনডেন্ট কারেন্ট সোর্স
সার্কিটের অন্য উপাদানের উপর নির্ভরশীল একটি কারণ সোর্স হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। অর্থাৎ অন্য একটি ব্রাঞ্চ কারেন্টের গুনিতক হারে এই সোর্স কারেন্ট সরবরাহ করে।
কারেন্ট সোর্স সিরিজ করলে কি ঘটে
কারেন্ট সোর্স সিরিজ করলে কার্শফের কারেন্ট সূত্রের ব্যত্যয় ঘটে। ইলেকট্রিক সার্কিটের মৌলিক একটি সূত্র লঙ্ঘন করে বিধায় কারেন্ট সোর্স সিরিজে বা সমবায় সমন্বয়ে ব্যবহার করা যায় না।
উপরের চিত্রে দুটি কারেন্ট সোর্স সিরিজে বা সমবায় সমন্বয়ে রয়েছে। এখন চূড়ান্ত কারেন্ট বের করার জন্য আমরা সুপার পজিশন থিওরেম ব্যবহার করি।
আবার যখন $I_2$ একটিভ, $I'' = 0A$
অর্থাৎ উপরের সমীকরণ অনুযায়ী কারেন্ট সোর্স সিরিজে থাকলে তা মূলত কোন কারেন্ট সরবরাহ করেনা। এক্ষেত্রে সোর্স ডিপেন্ডেন্ট বা ইনডিপেন্ডেন্ট যাই হোক না কেন একই কাজ হবে।
কারেন্ট সোর্স প্যারালাল করলে কি ঘটে
কারেন্ট সোর্স প্যারালাল করলে কি ঘটে তা নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো।
A কার্শফের কারেন্ট সূত্র প্রয়োগ করলে পাই $I = I_1 + I_3$ অথবা যদি সুপার পজিশন থেকে প্রয়োগ করি তাহলে,
$∴ I = I' + I'' = I_1 + I_2$
কারেন্ট সোর্সগুলো মিলে মূলত একটি কারেন্ট সোর্সের মত আচরণ করে। এক্ষেত্রে সমতুল্য কারেন্ট সোর্সের মান কারশফের কারেন্ট সূত্র মেনে নির্ধারিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন