জার্মান পদার্থ বিজ্ঞানী জর্জ ওহম ভোল্টেজ প্রয়োগের ফলে পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সম্পর্ক উপস্থাপন করেন যা ওহমের সূত্র নামে পরিচিত। ওহমের সূত্র এমন একটি মৌলিক সূত্র যা ইলেকট্রিক সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বা রোধ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
ওহমের সূত্র |
ওহমের সূত্র
স্থির তাপমাত্রা ও চাপে কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট প্রয়োগকৃত ভোল্টেজের সমানুপাতিক।
অর্থাৎ কোন পদার্থের আড়াআড়িতে ভোল্টেজ, $V$ প্রয়োগ করলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি $ I$ হয় তাহলে-
$I ∝ V$
$⇒I = V/R$
এখানে R একটি সমানুপাতিক ধ্রুবক যা রেজিস্ট্যান্স নামে পরিচিত। তাপ ও চাপ অপরিবর্তিত থাকলে রেজিস্টেন্সও অপরিবর্তিত থাকে।
যে সকল পদার্থ ওহমের সূত্র মেনে চলে তাদেরকে অহমিক পদার্থ বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন