পোটেনশিয়াল ট্রান্সফরমার (P.T.) এমন একটি ইলেকট্রিক্যাল যন্ত্র বা ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার যা পাওয়ার সিস্টেমে সুরক্ষা এবং পরিমাপের কাজে ব্যবহার হয়। পোটেনশিয়াল ট্রান্সফরমার প্রধানত উচ্চ A.C. পাওয়ার সিস্টেমে ভোল্টেজ পরিমাপে ব্যবহার হয়।
পটেনশিয়াল ট্রান্সফরমার কেন ব্যবহার হয়
উচ্চ ভোল্টেজ পরিমাপের কাজে সাধারণ ভোল্টামিটরের পরিমাপের উপযোগী ভোল্টেজ তৈরি করার জন্য লোডের প্যারালালে ব্যবহার করা হয় পোটেনশিয়াল ট্রান্সফরমার।
ভোল্টেজ বাড়ার সাথে সাথে লিকেজ কারেন্ট এবং শান্ট ক্যাপাসিটিভ কারেন্ট রোধ করা কঠিন। তাই 1000V এর বেশি ভোল্টেজ পরিমাপের জন্য সাধারণ ভোল্টমিটার ব্যবহার করা সুবিধা জনক নয়।
পোটেনশিয়াল ট্রান্সফরমার এক ধরনের স্টেপ-ডাউন ট্রান্সফরমার যার প্রাথমিক ওয়াইন্ডিংয়ে তুলনামূলক অনেক বেশি প্যাচ আর সেকেন্ডারিতে অনেক কম প্যাচ থাকে। নির্দিষ্ট রেশিও অনুযায়ী ভোল্টেজ স্টেপ ডাউন করা হয় পোটেনশিয়াল ট্রান্সফরমারের সাহায্যে। এরপর তা পরিমাপ করা হয় সাধারণ ভোল্টমিটার এর সাহায্যে।
পোটেনশিয়াল ট্রান্সফরমারের প্রাথমিক ওয়াইন্ডিং উচ্চ ভোল্টেজ পাওয়ার লাইনের সাথে যুক্ত থাকে যার ভোল্টেজ পরিমাপ করা প্রয়োজন এবং একটি নিম্ন-রেঞ্জ এসি ভোল্টমিটার (সাধারণত 0-400 V) এর সেকেন্ডারি ওয়াইন্ডিং-এ যুক্ত থাকে।
ভোল্টেজ পরিমাপ করা হয় পোটেনশিয়াল ট্রান্সফরমার এর ট্রান্সফরমেশন রেশিও ও ভোল্টমিটারের পাঠের গুণফল দ্বারা।
পোটেনশিয়াল ট্রান্সফারের প্রকারভেদ
- ইলেকট্রোম্যাগনেটিক টাইপ
- ক্যাপাসিটিভ-ইলেকট্রোম্যাগনেটিতার
ইলেক্ট্রোম্যাগনেটিক পটেনশিয়াল ট্রান্সফরমার হল একটি সাধারন স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্যাপাসিটিভ ভোল্টেজ ডিভাইডারের সাথে ইলেক্ট্রোম্যাগনেটিক পটেনশিয়াল ট্রান্সফরমার যুক্ত করে তৈরি ক্যাপাসিটিভ ইলেক্ট্রোম্যাগনেটিক পটেনশিয়াল ট্রান্সফরমার। খরচ কমাতে উচ্চ ভোল্টেজে ইলেক্ট্রোম্যাগনেটিক PT-এর সাথে ক্যাপাসিটিভ ভোল্টেজ ডিভাইডার ব্যবহার করা হয়।
ক্যাপাসিটিভ PT |
পটেনশিয়াল ট্রান্সফর্মারের ব্যবহার
- ভোল্টেজ পরিমাপের কাজে
- পাওয়ার পরিমাপের কাজের এনার্জি মিটারের সাথে
- ফিডার ও জেনারেটর সিনক্রোনাইজ করার কাজে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন