জলীয় কণার উপস্থিতি ট্রান্সফর্মারের বিভিন্ন অংশকে সরাসরি প্রভাবিত করে। আর্দ্রতা ট্রান্সফর্মারের ইনসুলেশন পদার্থ ও ইনসুলেশন অয়েলের ইন্সুলেশন ক্ষমতা হ্রাস করে। এছাড়া ট্রান্সফর্মারের বিভিন্ন অংশে অক্সাইড তৈরী হওয়ার একটি প্রধান কারন জলীয় কণার উপস্থিতি।
এখন প্রশ্ন হচ্ছে- ট্রান্সফর্মারে জলীয় কণা বা জলীয় বাষ্প আসে কোথা থেকে?
ট্রান্সফরমারে জলিয় কণা দুইভাবে আসতে পারে। যথা (১) পরিবেশের বাতাস হতে (২) তাপমাত্রা বৃদ্ধির কারণে ইন্সুলেশন অয়েলে বিক্রিয়ায়।
ট্রান্সফর্মার অ্যাকশনের সময় এর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির ফলে ইন্সুলেশন অয়েলের আয়তন কমে-বাড়ে। এ বাড়তি আয়তনের তেল রাখা ও ঠান্ডা হয়ে গেলে পুনরায় মূল ট্যাংকে ফিরিয়ে দেয়ার জন্য ট্রান্সফরমারে থাকে একটি কনজারভেটর ও বাতাস যাতায়াত করার সিস্টেম।
তাপমাত্রা পরিবর্তনের হলে যখন ইনসুলেশন তেলের আয়তন বৃদ্ধি পায় তখন তেল কনজারভেটরে যায় ও কনজারভেটর হতে বাতাস পরিবেশে মুক্তি পায় আবার যখন তেলের আয়তন কমে তখন পরিবেশের আর্দ্র বাতাস ট্রান্সফরমারে প্রবেশ করে। ফলে আর্দ্র তেল ও বাতাস ট্রান্সফরমারের মূল ট্যাঙ্কে প্রবেশ করার সুযোগ থাকে।
ট্রান্সফরমারে ব্রিদার কী
ট্রান্সফরমারে ব্যবহৃত ব্রিদার একটি বাতাস যাতায়াত করার সিস্টেম যা মূলত ট্রান্সফরমারে প্রবেশ করার সময় বাতাসের আদ্রতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শুষ্ক বাতাস প্রবেশের ব্যবস্থা করে ব্রিদার।
ট্রান্সফরমারে ইনসুলেশন তেলের আয়তনের হ্রাস বৃদ্ধির ফলে ট্রান্সফরমারের ভেতরে বাতাসের যাতায়াত ঘটে। এই সিস্টেমটিকে মানুষের শ্বাস-প্রশ্বাসের সাথে তুলনা করে নাম রাখা হয়েছে ব্রিদার(Breather)।
পরীক্ষায় দেখা: কনজারভেটর ট্যাঙ্কের তেলের উপরে থাকা মুক্ত বাতাস যদি খুব শুষ্ক (100 PPM এর নিচে) রাখা হয়, তাহলে এটি ইনসুলেটিং লুব্রিকেন্টের মধ্যে থেকে আর্দ্রতা শুষে নিয়ে ট্রান্সফরমারের কর্মক্ষমতা ও আয়ুষ্কাল বৃদ্ধি করে।
ট্রান্সফরমারে ব্রিদার কিভাবে কাজ করে
ট্রান্সফরমারের কজারভেটরের সাথে যুক্ত ব্রিদারে থাকে মূলত সিলিকা জেল। ব্যবহৃত সিলিকা জেলের কার্যক্রমের উপর নির্ভর করে ব্রিদারের কার্যপ্রণালী। সিলিকা জেল খুবই আর্দ্রতা শোষণকারী পদার্থ।
ট্রান্সফরমার ব্রিদার (চি: Wikipedia) |
যখন বায়ুমণ্ডলীয় বায়ু সিলিকা জেলের স্ফটিকের মধ্য দিয়ে যায়, তখন সিলিকা জেল বায়ুর আর্দ্রতা শুষে নেয়। ফলে, যে বাতাস কনজারভেটরে যায় তা বেশ শুষ্ক থাকে। আবার বাতাসের ধূলিকণা তেল সিলং কাপের তেলে আটকে যায়। ব্রিদারে যখন কোন বায়ু প্রবাহ থাকে না তখন তেল সিলিং কাপের তেল সিলিকা জেল ও বাতাসের মধ্যে বাধা হিসাবে কাজ করে। ফলে সিলিকা জেল দীর্ঘদিন ব্যবহার করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন