প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ইলেকট্রিক্যাল বর্তনী বা সার্কিটের প্রকারভেদ (Types of electrical circuits)

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

ইলেকট্রিক্যাল শক্তির উৎস কোনো পরিবাহীর মাধ্যমে লোড বা ইলেকট্রিক এলিমেন্টের সাথে যুক্ত থাকলে এটি একটি ইলেকট্রিক্যাল সার্কিট গঠন করে। বিদ্যুতের উৎস এবং লোডের মধ্যে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করতে সচরাচর ধাতুর (সাধারণত তামা বা অ্যালুমিনিয়ামের) তৈরি তার ব্যবহার হয়।

পোস্টে সূচি:
  1. এসি সার্কিট
  2. ডিসি সার্কিট
  3. সিরিজ সার্কিট
  4. সমান্তরাল সার্কিট
  5. জটিল বা মিশ্র সার্কিট
  6. অন্যান্য ধরনের সার্কিট
    1. ক্লোজ সার্কিট
    2. ওপেন সার্কিট
    3. শর্ট সার্কিট
    4. একটিভ বা সক্রিয় সার্কিট
    5. প্যাসিভ সার্কিট
    6. লিনিয়ার সার্কিট
    7. নন-লিনিয়ার সার্কিট

ইলেকট্রিকাল বর্তনী বা সার্কিটের প্রকারভেদ

শক্তির উৎসের উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল সার্কিটকে দুভাগে ভাগ করা যায়। 
  1. এসি সার্কিট
  2. ডিসি সার্কিট

যে সার্কিটে পরিবর্তী বা অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয় তাকে এসি সার্কিট বলে। আবার যে সার্কিটে কারেন্ট সবসময় একই দিক দিয়ে প্রবাহিত হয় বা শক্তির উৎস হিসেবে ডিসি উৎস ব্যবহার হয় তাকে ডিসি সার্কিট বলে।

সার্কিটের এলিমেন্টগুলো একটি আরেকটির সাথে কীভাবে যুক্ত সেটির উপর ভিত্তি করে সার্কিটকে দুই/তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-

  1. সমবায় বা সিরিজ সার্কিট
  2. সমান্তরাল বা প্যারালাল সার্কিট
  3. জটিল বা মিশ্র সার্কিট

সমবায় বা সিরিজ সার্কিট

সিরিজ সার্কিট এমন সার্কিট যেখানে একের পর এক লোড একটির সাথে অন্যটি যুক্ত থাকে। এক্ষেত্রে প্রথম লোডের শেষ প্রান্ত দ্বিতীয় লোডের প্রথম প্রান্তের সাথে এবং দ্বিতীয় লোডের শেষ প্রান্ত তৃতীয় লোডের প্রথম প্রান্তের সাথে ... এভাবে একাধিক লোড যুক্ত হয়ে অবশিষ্ট প্রান্ত দুটি সরবরাহ উৎসের সাথে যুক্ত থাকে। একটি সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের একটি সাধারণ (বা common) পথ থাকে। নিচে সিরিজ সার্কিটের সচিত্র উদাহরন দেয়া হলো।

IMG_20230902_232405


সমান্তরাল বা প্যারালাল সার্কিট

সমান্তরাল সার্কিট এমন এক ধরনের সার্কিট যেখানে একাধিক লোড এমনভাবে যুক্ত থাকে যেন প্রতিটি লোডের একটি টার্মিনাল একটি সাধারণ বিন্দুতে এবং প্রতিটি লোডের অবশিষ্ট টার্মিনাল অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এক্ষেত্রে কারেন্ট প্রবাহের আলাদা আলাদা পথ বিদ্যমান থাকে। উপরে প্যারালাল সার্কিটের সচিত্র উদাহরন দেয়া হয়েছে।

জটিল বা মিশ্র সার্কিট

জটিল সার্কিট মূলত আমাদা কোন সার্কিট নয়, এটি সিরিজ ও প্যারালাল সার্কিটের সমন্বয়ে গঠিত একটি সার্কিট।

ক্লোজ সার্কিট

যে সার্কিট বিদ্যুৎ উৎসের সাথে এমনভাবে যুক্ত থাকে যে এর মধ্য দিয়ে স্বাভাবিক কারেন্ট প্রবাহিত হয় তাকে ক্লোজ বা বন্ধ সার্কিট বলে। এটি কোন লোডের ক্ষেত্রে অন-স্ট্যাট (চালু অবস্থা)।

ওপেন সার্কিট

যে সার্কিট বিদ্যুৎ উৎসের সাথে এমনভাবে যুক্ত থাকে যে এর মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় না অথবা বিদ্যুৎ উৎস হতে বিচ্ছিন্ন থাকে তাকে ওপেন বা খোলা সার্কিট বলে। এটি কোন লোডের অফ-স্ট্যাট (চালু না থাকা অবস্থা)।

শর্ট সার্কিট

কোনো সার্কিটে কোনো কারণে যদি স্বাভাবিক কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ঐ সার্কিটের ঐ অবস্থাকে শর্ট সার্কিট বলে। সার্কি

সর্কিটের কোন উপাদান নষ্ট হয়ে গেলে অথবা ইলেকট্রিক্যাল তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে শর্ট সার্কিট হতে পারে।

একটিভ বা সক্রিয় সার্কিট

একটি সক্রিয় সার্কিট হল একটি সার্কিট যাতে এক বা একাধিক EMF (ইলেক্ট্রোমোটিভ ফোর্স) উৎস থাকে।

প্যাসিভ সার্কিট

প্যাসিভ সার্কিট এমন এক সার্কিট যার কোনো EMF উৎস নেই।

লিনিয়ার সার্কিট

লিনিয়ার সার্কিট এমন সার্কিট যার প্যারামিটার যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, তরঙ্গ এবং ফ্রিকোয়েন্সি সবসময় একই থাকে। অন্য ভাষায়, লিনিয়ার সার্কিটের প্যারামিটার, কারেন্ট বা ভোল্টেজের মানের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় না।

নন-লিনিয়ার সার্কিট

নন-লিনিয়ার সার্কিট এমন এক সার্কিট যার প্যারামিটার এর মান এর কারেন্ট এবং ভোল্টেজের সাথে পরিবর্তিত হয়।

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please