প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

abc Electrical license

কখগ বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

কখগ ইলেক্ট্রিক্যাল ঠিকাদারী লাইসেন্স ইলেকট্রিক্যাল ঠিকাদারী প্রতিষ্টান গ্রহণ করতে পারে। পূর্বের পোস্টে কখগ ইলেকট্রিক্যাল লাইসেন্স সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছি। তাই এ পোস্টে শুধু কখগ বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স নিয়ে আলোকনা করবো।

ABC+supervisor+license+for+contactor
কখগ ইলেকট্রিক্যাল ঠিকাদারী লাইসেন্স

বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স এর সুবিধা

বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ সুপারভাইজ করতে হলে অথবা ইলেক্ট্রিক্যাল মালামাল বা সেবা প্রদান করতে হলে ঠিকাদারী প্রতিষ্টানের কখগ বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স থাকা অত্যাবশ্যক। বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল টেন্ডার প্রাপ্তির ক্ষেত্রে এই লাইসেন্স সবসময় একজন ঠিকাদারকে এগিয়ে রাখে।

ইলেক্ট্রিক্যাল ঠিকাদারী লাইসেন্স আবেদন প্রক্রিয়া  

১। আবেদনকারী নিজে বৈধ বৈদ্যুতিক সুপারভাইজার সনদপ্রাপ্ত না হলে প্রতিষ্ঠানের জন্য একজন সার্বক্ষণিক বৈধ বৈদ্যুতিক সুপারভাইজার সনদপ্রাপ্ত সুপারভাইজার নিয়োগ করতে হবে ।

২। আবেদনকারী প্রত্যেক বৈদ্যুতিক ঠিকাদার প্রতিষ্ঠানের নিকট নিম্নেবর্ণিত শ্রেণি অনুযায়ী নির্দিষ্ট করা টেষ্টিং ইন্সট্রুমেন্টস ও টুলস্‌ থাকতে হবে। প্রতিটি ইন্সট্রুমেন্টস ও টুলস্‌ এর গায়ে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা খোদাই করতে এবং রাবার দস্তানায় অমুছনীয় কালি/রং দ্বারা লিখতে হবে ।

 শ্রেণি  টেষ্টিং ইন্সট্রুমেন্টস ও টুলস এর বিবরণ
 গ ৫০০/১০০০ ভোল্ট মেগার ইনসুলেশন টেষ্টার ১টি, রাবার দস্তানা ২ জোড়া ও ইনসুলেটেড প্রায়ার ১টি।
 গ ও খআর্থ টেষ্টার ১টি, ১০০০ ভোল্ট মেগার ইনসুলেশন টেষ্টার ১টি, ক্লিপ-অন-এ্যাম্পিয়ার মিটার ১টি, সেফটি বেল্ট ২সেট, রাবার দস্তানা ২জোড়া, ড্র-ইন ভাইস ২টি ও ইনসুলেটেড প্রায়ার ২টি
 গ খ কআর্থ টেষ্টার ১টি, ১০০০ ভোল্ট মেগার ইনসুলেশন টেষ্টার ১টি, ক্রিপ-অন-গ্যাম্পিয়ার মিটার ১টি, সেফটি বেল্ট ২সেট, রাবার দস্তানা ২ জোড়া, ড্র-ইন ভাইস ২টি ও ইনসুলেটেড প্রায়ার ২টি

৩। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ঠিকাদারী প্রতিষ্টানকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। এ আবেদন ফর্ম পাওয়া যাবে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের ওয়েবসাইটে। আবেদনের পর এসএমএস এর মাধ্যমে পরীক্ষার সময় ও তারিখ বলে দেয়া হবে। উল্লেখ্য এই এসএমএস ই প্রবেশপত্র হিসেবে গণ্য হয়

প্রতিদিনের পরীক্ষার ফলাফল প্রতিষ্টানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নিচে ইলেক্ট্রিক্যাল ঠিকাদারী লাইসেন্স আবেদন ফর্মের সরাসরি ডাউনলোড লিংক এবং বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের ওয়েবসাইটের লিংক দেয়া হলো।

ওয়েবসাইটhttps://eacei.portal.gov.bd/
ফর্ম ডাউনলোড লিংক: বৈদ্যুতিক কারিগরি পারমিট আবেদন ফর্ম
আবেদন প্রাপক: সচিব, বিদ্যুৎ বিভাগ, ২৪ তোপখানা রোড, জ্যোৎসনা কমপ্লেক্স, ঢাকা-১০০০

৪। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র অবশ্যই সংযুক্ত করে দাখিল করতে হবে
  1. পূরণকৃতফর্ম;
  2. নিয়োগকৃত বৈদ্যুতিক সুপারভাইজারের নিয়োগ ও যোগদান পত্র;
  3. সুপারভাইজার কর্তৃক “অন্য কোথাও চাকরিতে নিয়োজিত নাই” এই মর্মে একটি ঘোষণাপত্র;
  4. মূল সুপারভাইজার সনদপত্রঃ জমাকৃত আবেদন ফিসের চালানের মূলকপি;
  5. টেষ্টিং ইন্সট্রুমেন্টস ও টুলস্‌ এর ক্রয় রশিদ এবং
  6. ট্রেড লাইসেন্স এর সত্যায়িত ফটোষ্ট্যাট কপি

৫। আবেদনকারী প্রতিষ্ঠানের নিয়োগকৃত বৈদ্যুতিক কারিগরদের শতকরা ৫০ ভাগ বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের বৈদ্যুতিক কারিগরি পারমিট প্রাপ্ত হতে হবে ।

৬। বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখে আবেদনকারী অথবা তাহার এজেন্টকে নিয়োগকৃত বৈদ্যুতিক সুপারভাইজার এবং টেষ্টিং ইন্ট্রুমেন্টস ও টুলস্‌ সহ বোর্ডের সম্মুখে হাজির হতে হবে।

সেন্টার ফী ও লাইসেন্স ফিস

সেন্টার ফিস বা যন্ত্রপাতি টেস্টিং ফিস: ঠিকাদারী লাইসেন্স জারি/পুনঃবৈধ করণের যন্ত্রপাতি টেস্টিং ফিস প্রতি শ্রেণির জন্য ৪০০/- (চারশত)টাকা হারে আবেদনকালীন সময়ে অত্র বোর্ডে নগদ প্রদান করতে হবে। আবেদন প্রদান করার সময় এ ফিস দেয়া যাবে এবং একটি রশিদ প্রদান করা হবে।


লাইসেন্স ফিস: বিষয় ও শ্রেণি মোতাবেক নিম্নবর্ণিত হারে সরকারি ট্রেজারীতে অথবা বাংলাদেশ ব্যাংকে অবশ্যই নির্ধারিত খাতে চালানের মাধ্যমে জমা করতে হবে। শ্রেণী অনুযায়ী লাইসেন্স ফিস ও লাইসেন্স নবায়ন ফিস নিচে  ছকের মাধ্যমে উল্লেখ করা হলো।

বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্সের ফিসের হার
 শ্রেণি  পরীক্ষার ফিস(টাকা)  সার্টিফিকেট নবায়ন ফিস(টাকা) 
 গ১২০০.০০৬০০.০০
 গ ও খ ৩৬০০.০০১৮০০.০০
 গ, খ ও ক ৮৪০০.০০৪২০০.০০


নিচে ABC license সম্পর্কে বিদ্যুৎ বিভাগের সচিবের সাথে একটি সাক্ষাৎকার ভিডিও দেয়া হলো





Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please