প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

সাধারনভাবে মেমরি বলতে স্মৃতি অর্থাৎ মস্তিষ্কের যে জায়গা মনে রাখার কাজ করে থাকে তা বুঝি। কম্পিউটার এর ক্ষেত্রে এটি এমনই। কম্পিউটার যেখানে ডেটা বা তথ্য ধরে রাখে তাই কম্পিউটার এর মেমরি।

কম্পিউটার মেমরির একক

বিট বা bit

কম্পিউটার মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক বিট(Bit) যা কম্পিউটারের ক্ষুদ্রতম ডেটা ০ বা ১ সংরক্ষণ করে রাখতে পারে। বিট প্রকাশের জন্য ইংরেজি 'b' অক্ষর ব্যবহার হয়। যেমন- 128 bit বা 128b

বাইট বা Byte

বাইট কম্পিউটার মেমরি পরিমাপের তুলনামুলক একটু বড় একক এবং ৮ বিটে ১ বাইট। এটিকে ইংরেজি 'B' দ্বারা প্রকাশ করা হয়। এটি সিস্টেম মেমরি, স্টোরেজ নির্ধারণে ব্যবহৃত হয় বলে এটি বহুল ব্যবহৃত একটি একক।

কম্পিউটার মেমরি প্রকাশের অন্যান্য একক ও তার সম্পর্ক

ক্ষুদ্র একক বৃহত্তর একক
৮ বিট (8bit or 8b) ১ বাইট(1byte or 1B)
১০২৪ বাইট(1024byte or 1024B) ১ কিলোবাইট(1 kilobytes or 1kB
১০২৪ কিলোবাইট (1024kB ১ মেগাবাইট (1 Megabyte or 1MB)
১০২৪ মেগাবাইট (1024MB) ১ গিগাবাইট (1 Gigabyte or 1GB
১০২৪ গিগাবাইট (1024 GB) ১ টেরাবাইট (1 Terabyte or 1TB)
১০২৪ টেরাবাইট (1024 TB) ১ পেটাবাইট (1 Petabyte or 1PB)

কম্পিউটার মেমরির প্রকারভেদ

কম্পিউটার মেমরিকে প্রথমত নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। 
  • প্রাইমারি বা মুখ্য মেমোরি 
  • সেকেন্ডারি বা গৌণ মেমোরি
  • ক্যাশ মেমরি

প্রাইমারি বা মুখ্য মেমোরি

এটি কম্পিউটার সিস্টেমের প্রধান মেমরি হিসাবেও পরিচিত। এটি কম্পিউটার পরিচালনার সময় ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ করে। এটি সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাই সেমিকন্ডাক্টর মেমরিও বলা হয়। প্রাইমারি মেমরি আবার দুই ধরনের হয়:

ক. র‍্যানডম অ্যাক্সেস মেমোরি বা RAM

এটি একটি ভোলাটাইল মেমরি। ভোলাটাইল মেমরি বিদ্যুৎ সরবরাহের উপর ভিত্তি করে তথ্য সংরক্ষণ করে। যদি পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়, তবে এই মেমরির সমস্ত ডেটা বা তথ্য হারিয়ে যায়। কম্পিউটার বুট আপ বা চালু করার জন্য RAM ব্যবহার করা হয়। এটি অস্থায়ীভাবে প্রোগ্রাম ডেটা সংরক্ষণ করে যা প্রসেসর দ্বারা কার্যকর করতে হয়। 

খ. রিড অনলি মেমোরি বা ROM

ROM হলো কম্পিউটারের একটি স্থায়ী মেমোরি। এটি প্রাথমিকভাবে সিস্টেম বুট করার সময় ব্যবহৃত হয়, যেমন BIOS বা ফার্মওয়্যার সংরক্ষণে। ROM-এর ডেটা বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও অক্ষত থাকে অর্থাৎ এটি নন-ভোলাটাইল মেমোরি।

সেকেন্ডারি মেমোরি

সেকেন্ডারি মেমোরি হলো স্থায়ী মেমোরি, যেখানে ডেটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হয়। এটি কম্পিউটারের প্রধান মেমোরির (RAM) তুলনায় ধীরগতির হলেও বেশি পরিমাণে ডেটা সংরক্ষণ করতে পারে। সেকেন্ডারি মেমোরি নন-ভলাটাইল, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ডেটা অক্ষত থাকে। উদাহরণ: হার্ড ড্রাইভ (HDD), সলিড স্টেট ড্রাইভ (SSD), সিডি/ডিভিডি, এবং ইউএসবি ড্রাইভ।

ক্যাশ মেমরি

ক্যাশ মেমরি হলো দ্রুতগতির একটি অস্থায়ী মেমরি, যা প্রসেসরের প্রয়োজনীয় ডেটা সংরক্ষণ করে দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করে। এটি র‌্যাম ও প্রসেসরের মধ্যে ব্যবহৃত হয় কর্মক্ষমতা বাড়ানোর জন্য।

মেমোরি সম্পর্কে এই হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে উল্লেখ্য প্রত্যেক মেমোরিকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। যা পরবর্তী কোনো পোস্টে উল্লেখ করবো। আজকের মত আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Attention Please

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts