সাধারনভাবে মেমরি বলতে স্মৃতি অর্থাৎ মস্তিষ্কের যে জায়গা মনে রাখার কাজ করে থাকে তা বুঝি। কম্পিউটার এর ক্ষেত্রে এটি এমনই। কম্পিউটার যেখানে ডেটা বা তথ্য ধরে রাখে তাই কম্পিউটার এর মেমরি।
কম্পিউটার মেমরির একক
বিট বা bit
কম্পিউটার মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক বিট(Bit) যা কম্পিউটারের ক্ষুদ্রতম ডেটা ০ বা ১ সংরক্ষণ করে রাখতে পারে। বিট প্রকাশের জন্য ইংরেজি 'b' অক্ষর ব্যবহার হয়। যেমন- 128 bit বা 128b
বাইট বা Byte
বাইট কম্পিউটার মেমরি পরিমাপের তুলনামুলক একটু বড় একক এবং ৮ বিটে ১ বাইট। এটিকে ইংরেজি 'B' দ্বারা প্রকাশ করা হয়। এটি সিস্টেম মেমরি, স্টোরেজ নির্ধারণে ব্যবহৃত হয় বলে এটি বহুল ব্যবহৃত একটি একক।
কম্পিউটার মেমরি প্রকাশের অন্যান্য একক ও তার সম্পর্ক
ক্ষুদ্র একক | বৃহত্তর একক |
---|---|
৮ বিট (8bit or 8b) | ১ বাইট(1byte or 1B) |
১০২৪ বাইট(1024byte or 1024B) | ১ কিলোবাইট(1 kilobytes or 1kB |
১০২৪ কিলোবাইট (1024kB | ১ মেগাবাইট (1 Megabyte or 1MB) |
১০২৪ মেগাবাইট (1024MB) | ১ গিগাবাইট (1 Gigabyte or 1GB |
১০২৪ গিগাবাইট (1024 GB) | ১ টেরাবাইট (1 Terabyte or 1TB) |
১০২৪ টেরাবাইট (1024 TB) | ১ পেটাবাইট (1 Petabyte or 1PB) |
কম্পিউটার মেমরির প্রকারভেদ
- প্রাইমারি বা মুখ্য মেমোরি
- সেকেন্ডারি বা গৌণ মেমোরি
- ক্যাশ মেমরি
প্রাইমারি বা মুখ্য মেমোরি
এটি কম্পিউটার সিস্টেমের প্রধান মেমরি হিসাবেও পরিচিত। এটি কম্পিউটার পরিচালনার সময় ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ করে। এটি সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করে তৈরি তাই সেমিকন্ডাক্টর মেমরিও বলা হয়। প্রাইমারি মেমরি আবার দুই ধরনের হয়:
ক. র্যানডম অ্যাক্সেস মেমোরি বা RAM
খ. রিড অনলি মেমোরি বা ROM
সেকেন্ডারি মেমোরি
ক্যাশ মেমরি
মেমোরি সম্পর্কে এই হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে উল্লেখ্য প্রত্যেক মেমোরিকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। যা পরবর্তী কোনো পোস্টে উল্লেখ করবো। আজকের মত আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন