পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি ব্যয় অথবা অতিরিক্ত কারেন্টের কারণে তৈরী উত্তাপজনিত ক্ষতি কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা অতীব জরুরী। সাধারণত ছোট বড় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য একটি পিএফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর প্যানেল থাকে। এটি যেমন পাওয়ার সিস্টেমের জন্য সাশ্রয়ী তেমনি সিস্টেমের দক্ষতা বৃদ্ধি করে।
পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার কৌশল নিয়ে আলোচনা করেছি আগের একটি পোস্টে। কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইনপুট করবেন তা জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করে পোস্টটি দেখে নিতে পারেন।
পিএফ প্যানেলের ক্যাপাসিটর ক্যালকুলেটর
পিএফ প্যানেলে কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা দরকার তা হিসাব করার জন্য একটি অনলাইন ক্যালকুলেটর নিচে প্রদান করা হলো।
লোডের ভোল্টেজ, | ||
V = | volt | |
frequincy | ||
f = | volt | |
লোড পাওয়ার, | ||
W = | Watt | |
লোডের পাওয়ার ফ্যাক্টর, | ||
Cosθ1 = | ||
উন্নত/আকাঙ্ক্ষিত পাওয়ার ফ্যাক্টর, | ||
Cosθ2 = | ||
ক্যাপাসিটরের মান | ||
Q = | VAR | |
C = | μF |
সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য লোডের প্যারালালে যে ক্যাপাসিটর ব্যবহার করতে হবে তারমান এখানে VAR এককে পাওয়া যাবে। সেক্ষেত্রে বাজারে পাওয়া যায় এমন কাছাকাছি মানের ক্যাপাসিটর নিতে হবে। KVAR এককে রূপান্তর করতে হলে প্রাপ্ত মানকে ১০০০ ভাগ করতে হবে।
ক্যাপাসিটরের রিয়্যাকটিভ পাওয়ার
এখানে ক্যাপাসিটরের রিয়্যাকটিভ পাওয়ার ও ফ্রিকুয়েন্সি বের করার সূত্র ব্যবহার করা হয়েছে:
লোড পাওয়ার, P ও লোড পাওয়ার ফ্যাকটর, $cosθ_1$ ও এবং উন্নতি করার পর পাওয়ার ফ্যাকটর $cosθ_1$ হলে ক্যাপাসিটরের _
রিয়্যাকটিভ পাওয়ার, $Q = P( cosθ_1-cosθ_1)$
লোড ভোল্টেজ, V ও সাপ্লাই ফ্রিকুয়েন্সি, f হলে ক্যাপাসিটরের _
লোড ভোল্টেজ, V ও সাপ্লাই ফ্রিকুয়েন্সি, f হলে ক্যাপাসিটরের _
ক্যাপাসিট্যান্স, $C = Q/(2πfV^2)$
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন