ম্যাগনেটিক কন্টাক্টর সাধারণ সুইচের মতো একটি লোড নিয়ন্ত্রণ করার ডিভাইস। সাধারণ রিলে যেভাবে কাজ করে ম্যাগনেটিক কন্টাক্টরও সেভাবে কাজ করে। একই উদ্দেশ্যে ম্যাগনেটিক কন্টাক্টর এবং রিলে ব্যবহার করা হলেও উচ্চ কারেন্টের লোডে ম্যাগনেটিক কন্টাক্টর আর তুলনামূলক কম লোড কারেন্টে রিলে ব্যবহার করা হয়। রিলে সাধারণত সর্বোচ্চ 15 এম্পিয়ার লোড নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, যেখানে ম্যাগনেটিক কন্টাক্টর কয়েক কিলোওয়াট পর্যন্ত লোড সুইচ করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে উচ্চ কারেন্টে পরিচালিত ভারী মোটর বন্ধ করার সময় উৎপন্ন আর্ক সুনিপুনভাবে নিয়ন্ত্রণ এবং দমন করার জন্য বিশেষভাবে ডিজাইনকৃত একটি ইলেকট্রিক্যাল ডিভাইস হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টর।
ব্যবহারের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখা উচিত যে, ডিজাইন একই হলেও ম্যাগনেটিক কন্টাক্টর এবং সার্কিট ব্রেকার কিন্তু এক না। ম্যাগনেটিক কন্টাক্টর শর্ট সার্কিট বা অন্য কোন ফল্ট কারেন্ট হতে সুরক্ষা প্রদান করে না। এটি শুধুমাত্র একটি সাধারণ সুইচের নেয় কাজ করে যার একটি কন্ট্রোলিং ইনপুট থাকে। এই কন্ট্রোলিং ইনপুটকে নিয়ন্ত্রণ করে ম্যাগনেটিক কন্টাক্টর এর সাহায্যে লোড অন/অফ করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন