প্রায়ই আমরা ইন্সুলেশন টেস্টার ও আর্থিং রেজিস্ট্যান্স টেস্টারকে একসাথে গুলিয়ে ফেলি হঠাৎ মনে করি দুইটি হয়তো একই ধরনের মিটার। এই ধারণাটি স্বচ্ছ করার জন্য আজকের এই ছোট্ট একটি পোস্ট।
ইনসুলেশন টেস্টার এক ধরনের উচ্চ রোধ বা রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র যা তার অপারেটিং ভোল্টেজ সীমার উপর নির্ভর করে ইনসুলেশন রেজিস্ট্যান্স এর গুণমান পরীক্ষা করতে ব্যবহার করা হয়। অন্যদিকে আর্থ রেজিস্ট্যান্স টেস্টার এমন এক ধরনের পরীক্ষা উপকরণ যা কোন আর্থিং এর গুণগত মান যাচাই করতে অর্থাৎ আর্থ রেজিস্ট্যান্স নির্ণয় করতে ব্যবহার করা হয়।
মেগার বা ইনসুলেশন টেস্টার ইলেকট্রিক্যাল ক্যাবল, সুইচগিয়ার, মোটর ইত্যাদির ইনসুলেশন টেস্ট করে এর মান মেগাওহমে প্রকাশ করে। অন্যদিকে আর্থ রেজিস্ট্যান্স টেস্টার বা সংক্ষেপে আর্থ টেস্টার আর্থিং রেজিস্টেন্স পরিমাপ করতে ব্যবহার হয় যা সাধারণত কয়েক ওহমের বেশি হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন