অনেক সময় একই সার্কিটে উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজের ইলেকট্রনিক কম্পোনেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার হয়। এক্ষেত্রে ফিডব্যাক সিগন্যাল সরাসরি উচ্চ ভোল্টেজ সার্কিট অংশে প্রদান করা যায় না। একটু সাবধানতার সাথে উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজ সার্কিট অংশকে ইলেকট্রনিক ভাবে আইসোলেট বা পৃথক রাখার প্রয়োজন পরে।
কোনো সার্কিটের উচ্চ ভোল্টেজ এবং নিম্ন ভোল্টেজের অংশকে বৈদ্যুতিকভাবে পৃথক রেখে ডাটা/সিগন্যাল আদান প্রদান করার জন্য অপটোকাপলার(Optocoupler) বা অপটো-আইসোলেটর ব্যবহৃত হয়। এখানে অপটো শব্দের অর্থ হচ্ছে আলো এবং কাপলার শব্দের অর্থ হচ্ছে সংযোগকারী। সাধারণভাবে একটি অপটোকাপলারে একটি আলোর উৎস যা ইলেকট্রিক্যাল সিগন্যালকে আলোক সিগন্যালে রূপান্তর করে এবং একটি আলোক সংবেদনশীল ট্রান্সডিউসার থাকে যা আলোক শক্তিকে পুনরায় ইলেকট্রনিক শক্তিতে রূপান্তর করে।
নিচের চিত্রে একটি অপটোকাপলারের সাধারণ গঠন দেখানো হলো।
নিচে অপটোকাপলার এর সার্কিট সিম্বল দেয়া হলো
অপটোকাপলারে সাধারণত আলোর উৎস হিসেবে ইনফ্রারেড এল.ই.ডি. অথবা লেজার ডায়োড ব্যবহার হয় আর ট্রান্সডিউসার হিসেবে ফটো ডায়োড, ফটো ট্রানজিস্টর, লেজার এস.সি ব্যবহার হয়।
রিলে, ম্যাগনেটিক কন্টাক্টর অথবা স্ট্যাটিক রিলে একই কাজ করে থাকলেও আকারে ছোট, ওজনে হালকা এবং দামে সস্তা হওয়ায় বিভিন্ন সার্কিটে অপটোকাপলারের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন