ব্রিজ সার্কিট ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল এ ব্যবহৃত একটি বিশেষ ধরনের নেটওয়ার্ক যাতে দুটি প্যারালাল ব্রাঞ্চ থাকে। ব্রাঞ্চ দুটির একেকটি কমপক্ষে দুটি ইম্পিডেন্স এর সমন্বয়ে গঠিত। এ ব্রাঞ্চ দুটির মধ্যবিন্দুকে তৃতীয় আরেকটি ব্রাঞ্চ এর মাধ্যমে সংযুক্ত করে ( ব্রিজ করা হয় )। এজন্য এ ধরনের সার্কিটকে ব্রিজ সার্কিট বলা হয়। প্রাথমিকভাবে ব্রিজ সার্কিট বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার কাজে ব্যবহার হলেও বর্তমানে ইন্সট্রুমেন্টেশন, ফিল্টারিং এবং পাওয়ার কনভার্শনে ব্যবহার হয়ে থাকে।
বিভিন্ন ধরনের ব্রিজ সার্কিট এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ব্রিজ সার্কিট হচ্ছে হুইটস্টোন ব্রিজ। উপর একটি হুইটস্টোন ব্রিজ এর সার্কিট দেখানো হয়েছে।
পাওয়ার কনভার্সনে ব্যবহৃত ব্রিজ সার্কিটে একই ধরনের চারটি বাহু দ্বারা একটি সার্কিট তৈরি করা হয়। তবে ফিল্টারিং বা ইন্সট্রুমেন্টেশন এ ব্যবহৃত ব্রিজ সার্কিট প্যারালাল দুটি ব্রাঞ্চে মোট চারটি বাহুর দুটি নির্দিষ্ট স্থির মানের হয়ে থাকে। বাকি দুটির মধ্যে একটি নিয়ন্ত্রণযোগ্য এবং অন্যটি কোন ট্রান্সডিউসার বা পরীক্ষণীয় নমুনা সংগ্রহের জন্য কোন সেন্সর হয়ে থাকে।
উপরে উল্লেখিত হুইটস্টোন ব্রিজ বিশুদ্ধ রেজিস্টেন্স পরিমাপের কাজে ব্যবহার হয়। তবে এর কিছু উন্নত সংস্করণ নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির এসি কারেন্ট ব্যবহার করে ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স পরিমাপ করার কাজে ব্যবহার হয়ে থাকে। উন্নত সংস্করণ দুটি হচ্ছে ওয়েন ব্রিজ ও ম্যাক্সওয়েল ব্রিজ।
শক্তির রূপান্তর করার ক্ষেত্রে অজানা তথ্যের শক্তি বা এসি কারেন্ট কে ডিসি তে রুপান্তর করার জন্য ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়। এক্ষেত্রে চারটি ডায়োড বা এস.সি.আর. চারটি বাহু হিসেবে কাজ করে।
আজ এখানেই শেষ করছি। পরবর্তি পোস্ট গুলোতে বিভিন্ন প্রকার ব্রিজ সার্কিট বিস্তারিত বর্ণনা করা হবে।
অসাধারণ
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন