উইন ব্রিজ অসিলেটর মূলত হুইটস্টোন ব্রিজের একটি বর্ধিত রূপ উইন ব্রিজ ব্যবহার করে তৈরি একটি অসিলেটর। উইন ব্রিজ অসিলেটর এমন একটি অসিলেটর যার সাহায্যে স্থিতিশীল সাইন ওয়েভ তৈরী করা যায়। বিভিন্ন সার্কিটের ইম্পিডেন্স পরিমাপ করার জন্য ১৮৯১ সালে ম্যাক্স উইন তৈরি করেন এই ব্রিজ সার্কিটটি। তার নামানুসারে এই ব্রিজ সার্কিটের নামকরণ করা হয় উইন ব্রিজ অসিলেটর। নিচে উইন ব্রিজ অসিলেটর সার্কিটের চিত্র দেওয়া হল।
উইন ব্রিজ অসিলেটর |
অপারেশনাল এমপ্লিফায়ার ব্যবহার করে তৈরি উইন ব্রিজ অসিলেটরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর উভয় ইনপুটে ফিডব্যাক প্রদান করা হয়। $R_f$ রেজিস্টার এর মাধ্যমে ইনভার্টিং ইনপুটে নেগেটিভ ফিডব্যাক প্রদান করা হয় এবং $Z_2$ ইম্পিডেন্সের মাধ্যমে নন ইনভার্টিং ইনপুটে পজিটিভ ফিডব্যাক প্রদান করা হয়। এখানে, $R_f$ ও $R_b$ ভোল্টেজ বিভাজক নেটওয়ার্ক অ্যামপ্লিফায়ারের ভোল্টেজ গেইন একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমিত রাখে। অপরদিকে $Z_1$ ও $Z_2$ এর মাধ্যমে অসিলেটরের রেজোনেন্ট ফ্রিকুয়েন্সি নির্ধারিত হয়।
একটি আদর্শ উইন ব্রিজ অসিলেটর এ স্থিতিশীল আউটপুট পাওয়ার জন্য $R_b=R_f/2$ ধরা হয়। এছাড়া নির্দিষ্ট মানের ফ্রিকোয়েন্সি, $f$ পাওয়ার জন্য $R_1=R_2=R$ এবং $C_1=C_2=C$ ধরা হয় যেখানে, $f=1/{2πRC}$
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন