অনেক লোক কৌতূহলে পরেন, বিদ্যুৎ তার বা ইউএসবি ক্যাবল বা অন্য কোন বৈদ্যুতিন ক্যাবল ছবিতে দেয়া এগুলো কেন ব্যবহার করা হয়, এইগুলি কী?
এটিকে ফেরাইট বেড বলে। এটি ব্যবহার করার ফলে বৈদ্যুতিক তার এর মধ্য হতে কোন বৈদ্যুৎ-চৌম্বক তরঙ্গ প্রপাগেট করতে পারেনা। অন্য কথায়, এটি ইএমআই (EMI - ElectroMagnetic Interference বা বৈদ্যুৎ-চৌম্বকীয় হস্তক্ষেপ) এবং আরএফআই ( RFI - Radio Frequency Interference বা রেডিও-ফ্রিকোয়েন্সি হস্তক্ষেপ) হ্রাস করতে ব্যবহৃত হয়। একে ফেরাইট বিছানাও বলা হয়।
এই ফেরাইট কোর পাওয়ার ক্যাবলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা আমাদের ডিভাইসে শক্তি সরবরাহ করি (সিপিইউ, মনিটর, মোবাইল চার্জার, ইত্যাদি), তখন একটি বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ তৈরি হয়। এই উচ্চ ফ্রিকোয়েন্সির তড়িৎচুম্বকীয় তরঙ্গ অন্যান্য ডিভাইসের (বিশেষত রেডিও) জন্য নয়েজ হিসেবে কাজ করে। ফেরিট কোর বা বেড উচ্চ ফ্রিকোয়েন্সির জন্য একটি শর্ট সার্কিট পথ তৈরি করে। ফলে এই ফেরিট কোর বা বেড বাইরে হতে কোন ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল যেমন ব্যবহৃত ডিভাইসে প্রবেশ করতে দেয় না তেমনি ডিভাইস হতে কোন ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল বাহিরে ছড়িয়ে যেতে দেয় না।
ছবির উৎস: wikipedia.org
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন