মনে রাখবেন! ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার এর টার্মিনালের মধ্যে যা সংযুক্ত থাকে তার রেজিস্ট্যান্সই পরিমাপ করে। এর মধ্যে ইনসুলেটর এর ভেতর বা এর পৃষ্ঠের উপর দিয়ে সিরিজ বা প্যারালাল লিকেজ পথ অন্তর্ভুক্ত।
১. পাওয়ার ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট
পাওয়ার ক্যাবলের ইনসুলেশন নিরীক্ষা করার সময় উভয় প্রান্তের সার্কিট হতে সুইচ সার্কিট ব্রেকার বা আইসোলেটর এর সাহায্যে পাওয়ারলাইন হতে সংযোগ বিচ্ছিন্ন রাখতে হয়। এরপর চিত্রের ন্যায় সংযুক্ত করে পাওয়ার ক্যাবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা হয়।
মনে রাখতে হবে স্বক্রিয় লাইনে কোন অবস্থাতেই মেগার বা মেগাওহম ইনস্ট্রুমেন্টেশন টেস্টার সংযুক্ত করা যাবে না।
২. এসি মোটর এবং স্টারটিং সরঞ্জাম
এসি মোটর এবং স্টার্টিং ইন্সট্রুমেন্টের ইন্সুলেশন টেস্ট |
এসি মোটররের ইনসুলেশন রেসিস্ট্যান্স নিরীক্ষা করার জন্য, মোটর মোটর স্টার্টার এবং এবং সংযোগকারী নব একসাথে চিত্রের ন্যায় সংযুক্ত করা যেতে পারে। এ ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে টেস্ট করার সময় যাতে মোটর স্টার্টার "চালু" বা "অন" অবস্থানে থাকে। ত্রুটি খুঁজে বের করার জন্য প্রত্যেকটি নমুনা সংযোগ বিচ্ছিন্ন করে আলাদাভাবে পরীক্ষা করা ভাল। এতে ত্রুটিযুক্ত অংশ সহজে খুঁজে বের করা যায়।
৩। ট্রান্সফরমারের ইন্সুলেশন টেস্ট
ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য প্রথমে সকল প্রকার সুইচগিয়ার ও আইসোলেটর খুলে ফেলতে হবে। এরপর HT এবং LT ও নিউট্রাল টার্মিনালগুলোকে আলাদা আলাদা জাম্পার ব্যবহার করে সংযুক্ত করে আর্থিং করতে হবে। ট্রান্সফরমারের বডি বা ধাতব অংশগুলোও আর্থিং থাকতে হবে। যে টার্মিনালের টেস্ট করা হবে সেটিকে আর্থিং হতে খুলে টেস্ট সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে পাঁচ ধরনের ইন্সুলেশন টেস্ট করা হয় যা নিচে উপস্থাপন করা হলো।অ. HT হতে আর্থিং-এ
আ. LT হতে আর্থিং-এ
ই. HT হতে LT-এ
ঈ. HT হতে আর্থিংসহ LT-এ
উ. LT হতে আর্থিংসহ HT-এ
৪। ঘূর্ণায়মান যন্ত্রের ইনসুলেশন টেস্ট
নিচে প্রদর্শিত চিত্রের অনুযায়ী ঘূর্ণমান ইলেকট্রিক্যাল যন্ত্রের ইনসুলেশন নিরীক্ষা করা হয়।
সতর্কতাঃ
উচ্চ ভোল্টেজ যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। কারন একটি বহুল হতে পারে সারা জীবনের গ্লানি। তাই সতর্কতার বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করে অন্তত দ্বিতীয়বার দেখে নেওয়া ভালো। সতর্কতার অভাবে অঙ্গহানি বা জীবনের ফানি ঘটলে তা কোনোভাবেই পুষিয়ে ওঠা সম্ভব না। তাই নিরাপদে কাজ করুন নিরাপদ থাকুন।
তথ্য যোগান:
https://megger.com - A stitch in Time
https://www.chauvin-arnoux.com - Insulation Resistance Testing Guide
https://electrical-engineering-portal.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন