কোনো চৌম্বক ক্ষেত্রের কোনও কন্ডাক্টরের মধ্য দিয়ে বৈদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বকীয় ক্ষেত্রটি চলন্ত চার্জ ক্যারিয়ারের উপর এর গতি পথের সমকোণে একটি বল প্রয়োগ করে যা ইলেকট্রনগুলোকে পরিবাহীর একপাশে ঠেলে। এই প্রতিক্রিয়াটি আয়তাকার পাতলা ধাতব পাতে সবচেয়ে ভালো পরিলক্ষিত হয় যা নিচের চিত্রে দেখানো হয়েছে।
কোন পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের এরূপ বিচ্যুতির প্রভাবে পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক্যাল ভারসাম্য বিনষ্ট হয়; ফলে পরিবাহীর অন্য দুই বিপরীত প্রান্তে একটি ভোল্টেজের আবির্ভাব ঘটে। পরিমাপ যোগ্য এই প্রতিক্রিয়াটি ১৮৭৯ সালে বিজ্ঞানী Edwin Herbert Hall আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটি হল্ প্রতিক্রিয়া (Hall Effect) নামে পরিচিত।
বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করার জন্য নিচে একটি ভিডিও উপস্থাপন করা হলো-
হল প্রতিক্রিয়া বিভিন্ন প্রকার ম্যাগনেটিক ট্রান্সডিউসার তৈরিতে ব্যবহার করা হয়।
ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না; কারণ আপনাদের শেয়ার এবং কমেন্ট আমাদের পরবর্তী পোস্টের অনুপ্রেরণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন