সার্কিট হিসেবে ইলেকট্রনিক ফিল্টার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়। আজ ফিল্টার সার্কিট কী ও কেন ব্যবহার হয় বিস্তারিত এর বিস্তারিত লিখবো। একটিভ ফিল্টারের ক্ষেত্রে ক্যাপাসিটর, ইন্ডাক্টর ও রেজিস্টরের পাশাপাশি ট্রানজিস্টার বা অপারেশন এমপ্লিফায়ার ব্যবহার হয়।
ফিল্টার সার্কিট কী?
ইলেকট্রনিক ফিল্টার সার্কিট এক ধরনের বিশেষ সার্কিট যা আকাঙ্ক্ষিত সিগন্যাল পাওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত সকল সিগন্যাল ফিল্টার করে। এক্ষেত্রে কার্যকরী উপাদান হিসেবে ক্যাপাসিটির ও ইনডাক্টর ব্যবহার হয়, এছাড়া ওর সাথে রেজিস্টরও ব্যবহার হয়।
ফিল্টার সার্কিট কেন ব্যবহার হয়
- ফিল্টার সার্কিট একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে পাস করার সুযোগ দেয়।
- এটি অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক ফ্রিকোয়েন্সি ফিল্টার করে বাদ দেয়ার জন্য।
- রেকটিফায়ার থেকে প্রাপ্ত এসি কম্পোনেন্টকে ব্লক করে বিশুদ্ধ ডিসি (DC) উৎপাদনে।
ইলেকট্রনিক্স সার্কিটে ফিল্টার সাধারণ ছাকনির মত কাজ করে ইচ্ছেমতো সিগন্যাল ছেকে আউটপুটে নেয়া হয়। লেকট্রনিক্স সার্কিটে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করা হয়। এক্ষেত্রে চার ধরনের ফিল্টার জনপ্রিয়, এগুলো হলো:
- লো পাস ফিল্টার
- হাই পাস ফিল্টার
- ব্যান্ড পাস ফিল্টার
- ব্যান্ড স্টপ ফিল্টার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন