সূর্য ডুবার পরেও সোলার প্যানেল কাজ করবে |
সূর্য ডুবার পরেও সোলার প্যানেল কাজ করবে
প্রথাগত সৌর প্যানেল বা ফটোভোলটেইক কোষে পরিবর্তনশীল ঋতুর প্রভাবে শক্তি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তাছাড় এগুলো রাতের অন্ধকারে কাজ করে না। অধ্যাপক জেরেমি মুন্ডে (Professor Jeremy Munday) এমন একটি সমাধান তৈরি করেছেন, যা আমাদের রাতের অন্ধকার হতে বিদ্যুৎ সংগ্রহ করে দিতে পারবে।
রাতের বেলা সৌর কোষগুলি মূলত দিবালোকের মতো একইভাবে কাজ করবে; তবে ভোল্টেজ উৎপাদনের পোলারিটি হবে বিপরীত। সূর্য হতে আগত তাপের একটি অংশ প্রতিনিয়ত ইনফ্রারেড বিকিরণ আকারে পৃথিবী থেকে বের বের হতে থাকে। বিজ্ঞানী সায়েন্স ডেইলিকে বলেন, এই শক্তি ব্যবহার করা হবে নতুন সৌর কোষে।
ডিভাইসটি প্রতি বর্গমিটারে 50 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উত্পাদন করতে সক্ষম হবে (প্রচলিত প্যানেলগুলি দিনের বেলায় যা উত্পাদন করতে পারে তার এক চতুর্থাংশ)। এই নতুন সৌর কোষ দিনের বেলাতেও কাজ করবে যদি দিনের আলো বন্ধ করে দেয়া হয় বা তাদের সূর্যের আলো থেকে দূরে রাখা হয়।
ছবি: সোর্স
সহায়ক আর্টিক্যাল: REVERSE' SOLAR PANEL TECHNOLOGY
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন