ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে আগুন শনাক্ত করার জন্য বেশ কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। তন্মধ্যে একটি পদ্ধতি হল ইনফ্রারেড পদ্ধতি।
আগুন জ্বলার সময় ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে তাপ বিকিরণ করতে থাকে। এই ওয়েভগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাপ বিকিরণ হয় ইনফ্রারেড ওয়েভের মাধ্যমে। তাই ইনফ্রারেড ওয়েভ শনাক্ত করার মাধ্যমে আগুন শনাক্ত করা যায়। এই পদ্ধতি তেমন বিশ্বস্ত না হলেও বিভিন্ন সৌখিন প্রজেক্ট ও রোবটিক্সে ব্যবহার হয়ে থাকে।
নিচে একটি ইনফ্রারেড আগুন সেন্সর বা Flame Detector এর চিত্র দেয়া হয়েছে। এটি মূলত YG1006 মডেলের উচ্চগতি ও উচ্চ সেনসিটিভিটির একটি ফটো ট্রানজিস্টর দিয়ে গঠিত একটি সার্কিট।
আগুন শনাক্তকারী সেন্সর বা Flame Detecting Sensor |
ফ্লেম ডিটেক্টর এর বৈশিষ্ট্য
১। ভোল্টেজ সীমাঃ ৩.৩ - 5V
২। কৌণিক সীমাঃ ৬০ ডিগ্রী
৩। আউটপুটের ধরণঃ এনালগ ও ডিজিটাল
আগুনের উপস্থিতিতে এই সেন্সরের ডিজিটাল আউটপুট ১ হয় অন্যথায় ০ থাকে। আর এনালগ আউটপুট আগুনের পরিমান/দূরত্বের উপর ভিত্তি করে শূন্য থেকে সরবরাহ ভোল্টেজের সমান হতে পারে।
মাইক্রোকন্ট্রোলার এর সাথে সংযুক্ত করে এই সেন্সরটি রোবটের রোবটের চোখ হিসেবে ব্যবহার কর যায় যেখানে আগুন খোজার কাজে রোবটকে সাহায্য করে।
বোঝার জন্য নিচে একটি ভিডিও দেয়া হলো-
এই সেন্সরটির দাম কত।কোথায় পাওয়া যাবে।
উত্তরমুছুন50 টাকার একটু কম বেশি হতে পারে না
মুছুন