আই পি এস এর ব্যাটারির পানি দ্রুত কমে যায় কেন? গ্রুপে প্রায়ই এমন প্রশ্ন দেখতে পাই।
আই পি এস এর ব্যাটারির পানি দ্রুত কমে যাওয়ায় বারবার পানি দিতে হয়। তা না হলে ব্যাটারি ঠিকভাবে চার্জ হবেনা এবং উপরন্তু ব্যাটারি স্থায়ীভাবে নষ্ট হতে পারে। যে সকল ভাই এমন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় নিয়ে আজকের পোস্ট।
আইপিএস এর ব্যাটারি নিয়ে আপনার কোন সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি পরবর্তী পোস্টে তার সমাধান করতে পারবো।
পোস্ট সূচী
- আইপিএসের ব্যাটারির পানিতে কি থাকে
- আইপিএস এর ব্যাটারির পানি শুকায় কেন
- ব্যাটারির পানি দ্রুত শুকিয়ে যাওয়া থেকে পরিত্রানের উপায় কি
- ব্যাটারির পানি শুকিয়ে গেলে করণীয় কি
- সারসংক্ষে
- বিভিন্ন প্রকার আই পি এস এ ব্যবহৃত বেশিরভাগ ব্যাটারি হচ্ছে সীসা-এসিড ব্যাটারি। এখানে এসিড হিসেবে থাকে ৩৫% সালফিউরিক এসিড ও পানির দ্রবণ। অর্থাৎ সীসা-এসিড ব্যাটারির তরলে থাকে ৩৫% সালফিউরিক এসিড ও ৬৫% বিশুদ্ধ পানি বা ডিস্ট্রিল ওয়াটার। ব্যাটারির এই এসিড ও পানির মিশ্রণকে বলা হয় ইলেকট্রোলাইট।
- ব্যাটারির পানি বেশ কয়েকটি কারণে শুকিয়ে যেতে পারে নিচে এই কারণগুলো উল্লেখ করা হলো-
- স্বাভাবিকভাবে পানির উপরিতল হতে ধীরে ধীরে বাষ্প হতে থাকে। তবে এই বাষ্প হওয়ার হার খুবই কম।
- ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং এর সময় তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে বাষ্পিভবনের হার বাড়ে।
- ব্যাটারি রিচার্জ হওয়ার সময় ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ও পানি এর মূল গ্যাস হাইড্রোজেন ও অক্সিজেনে রূপান্তরিত হয়। ফলে ব্যাটারির পানি কমতে থাকে।
- ওভার চার্জিং বা ব্যাটারি শর্ট সার্কিট কারেন্ট অথবা ওভার কারেন্ট প্রবাহ ব্যাটারির তাপমাত্রা অত্যাধিক বাড়িয়ে দেয়। ফলে পানি দ্রুত শুকিয়ে যায়।
- উপরে পানি বাষ্প হওয়া বা কমে যাওয়ার প্রথম তিনটি কারণই স্বাভাবিক ও এগুলো নিয়ন্ত্রণ করার কোন উপায় নেই। তবে চারজিং কারেন্ট ও ডিসচার্জিং কারেন্ট কমিয়ে পানি শুকিয়ে যাওয়ার হার কমানো যায়। এটি এবার ব্যবহারের ধরন বা প্রয়োগের প্রকৃতির উপর নির্ভর। অন্যদিকে ওভার চার্জিং বা শর্ট সার্কিট কারেন্ট ব্যাটারি পানি শুকিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। তাই ব্যাটারিতে ওভার চার্জিং ও শর্ট সার্কিট বা ওভারলোড প্রটেকশন ব্যবহার করা আবশ্যক।
- ব্যাটারির ইলেকট্রোলাইট হতে পানি শুকিয়ে যাওয়ার মানে হচ্ছে এসিডের ঘনত্ব বেড়ে যাওয়া। তাই ব্যাটারির স্থায়ী ক্ষতি রোধ করতে বিশুদ্ধ পানি বা ডিস্ট্রিল ওয়াটার দিতে হয়। এক্ষেত্রে প্রস্তুতকারক কোম্পানির দেয়া গাইডলাইন অনুসরণ করা অতীব জরুরী। তবে লক্ষ্য রাখতে হবে ইলেক্ট্রোলাইটের লেভেল যাতে কোনোভাবেই ইলেকট্রোড গুলোর নিচে না নামে।
- পরিশেষে বলা যায়, ব্যাটারির পানি শুকিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ব্যাটারির ব্যবহার; ব্যাটারী যত বেশি ব্যবহার হবে এর পানি তত বেশি শুকিয়ে যাবে। এসিড ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে ওভার চার্জিং ও ওভারলোডিং এড়িয়ে চলতে হবে। তা না হলে ব্যাটারির পানি আরো দ্রুত শুকিয়ে যাবে। আবার ব্যাটারির পানি শুকিয়ে গেলে নিয়মিত ডিস্ট্রিল ওয়াটার দিয়ে তা পূরণ করতে হবে। তা না হলে এসিডের ঘনত্ব বেড়ে যেয়ে ব্যাটারি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন