ট্রান্সফর্মার এর কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য থাকে বিভিন্ন ধরনের অপরিবাহী বা ইনসুলেটর। ট্রান্সফরমারে এ সকল পদার্থের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ইনসুলেটর ব্যবহার না হলে যেমন ট্রান্সফর্মার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনি ভয়ানক দুর্ঘটনাও ঘটতে পারে।
আসুন তাহলে আজকের পোস্টে ট্রান্সফরমারের ব্যবহৃত বিভিন্ন ধরনের অপরিবাহী বা ইনসুলেটর সম্পর্কে জেনে নিই।
ট্রান্সফরমারের ব্যবহৃত ইনসুলেটরে নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকা জরুরী
- উচ্চ রোধ বা আপেক্ষিক রোধ
- নিম্ন ভেদন যোগ্যতা;
- উচ্চ ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ
- সর্বনিম্ন ডাই-ইলেকট্রিক লস
- উচ্চতা তাপ পরিবহন ক্ষমতা
- রাসায়নিকভাবে স্থিতিশীল
- উচ্চ তাপ সহ্য ক্ষমতা বা উচ্চ গলনাঙ্ক
- সহজে আগুন ধরে না বা বিষাক্ত ধোঁয়া ছড়ায় না
- নিম্ন সান্দ্রতা
- সহজে পাওয়া যায়
ট্রান্সফরমারে ইনসুলেশন কোথায় প্রয়োগ হয়
একটি ট্রান্সফরমারে ইন্সুলেশন নিম্নলিখিত কয়েক জায়গায় প্রয়োগ করা হয়।
ট্রান্সফরমারে ব্যবহৃত অপরিবাহী বা ইনসুলেশন পদার্থ
ট্রান্সফরমারে বহুল ব্যবহৃত কিছু ইন্সুলেশন পদার্থ নিচে দেয়া হলো।
- তরল ইনসুলেশন বা ইনসুলেটিং অয়েল
- ইনসুলেটিং পেপার
- প্রেসবোর্ড
- ইনসুলেটিং টেপ
- কাঠ
তরল ইনসুলেশন বা ইনসুলেটিং অয়েল
তেলে নিমজ্জিত ট্রান্সফরমারের ক্ষেত্রে ব্যবহৃত ইনসুলেটিং তেল বা অন্তরক তেল উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল এবং বৈদ্যুতিক নিরোধক বৈশিষ্ট্যের পাশাপাশি তাপ পরিবহনে সক্ষম। ফলে প্রয়োজনীয় ইনসুলেশন প্রদানের পাশাপাশি এটি ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সহায়তা করে।
ট্রান্সফরমারে ইন্সুলেশন তেল হিসেবে সাধারণত খনিজ ও সিন্থেটিক তেল ব্যবহার হয়ে থাকে। খনিজ তেলের মধ্যে পেট্রোলিয়াম জাত তেল যেমন ন্যাপথেন ভিত্তিক তেল এবং প্যারাফিন ভিত্তিক তেল ট্রান্সফরমার তেল হিসেবে ব্যবহার হয়। সিন্থেটিক তেল বলতে এখানে সিলিকন ভিত্তিক তেলকে বোঝানো হয়েছে।
ইনসুলেটিং পেপার, প্রেসবোর্ড
ইলেকট্রিক্যাল ইনসুলেটিং পেপার, প্রেসবোর্ড মূলত এক ধরনের কাগজ যাতে বিশুদ্ধ সেলুলোজ থাকায় ভালো মানের অপরিবাহী হিসেবে কাজ করে। তাছাড়া তেলে ভেজা কাগজ বা প্রেসবোর্ড আরও ভালো ইনসুলেটর হিসেবে কাজ করে। তাছাড়া এই ধরনের কঠিন ইনসুলেটর কয়েল ও কোরের চারপাশে মোড়ানো সহজ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন আকার/আকৃতিতে তৈরি করা যায়।
ইনসুলেটিং টেপ
ট্রান্সফরমার ইনসুলেটিং আগুন প্রতিরোধী এবং উচ্চ তাপমাত্রায়ও এর বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে। এই টেপ সাধারণত কয়েলকে শক্ত করে বাঁধতে ব্যবহার হয়। এ কাজে সাধারনত কটন টেপ, গ্লাস ফাইবার টেপ, রেজিন টেপ ব্যবহার হয়।
কাঠ ইনসুলেটর
সংকুচিত লেমিনেশন যুক্ত কাঠ ট্রান্সফরমারে ইনসুলেশন সহ বিভিন্ন কাজে ব্যবহার হয়। এটি খুব ভাল ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ বৈশিষ্ট্য বিশিষ্ট, তেল শোষণ করে, কম ঘনত্বের, উচ্চ যান্ত্রিক শক্তি বিশিষ্ট এবং অত্যন্ত টেকসই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন