এই ডায়োড মূলত একটি N-চ্যানেল J-ফেট যা সোর্স এর সাথে গেট শর্ট করে তৈরি, যা দুই প্রান্ত বিশিষ্ট কারেন্ট লিমিটার বা কারেন্ট উৎসের মতো কাজ করে (একটি ভোল্টেজ-রেগুলেটিং জেনার ডায়োডের মত)।
সার্কিট সিম্বল এবং ইন্টার্নাল স্ট্রাকচার |
কনস্ট্যান্ট কারেন্ট ডায়োড সাধারণত সার্কিটে সিরিজ সমন্বয় ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানকে একটা অনুমোদিত লেভেল পর্যন্ত বৃদ্ধি পেতে দেয় এবং তারপর কারেন্টকে উল্লেখিত লেভেলে সীমিত রাখে। জেনার ডায়োডের মত, এই ডায়োডগুলি ভোল্টেজর পরিবর্তে কারেন্টের মানকে অপরিবর্তিত রাখে। অর্থাৎ ভোল্টেজের মান পরিবর্তন হলেও এর মধ্য দিয়ে সবসময়ই রেগুলেটেড কারেন্ট প্রবাহিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন