প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

মোটরElectricalSynchronous Motor

সিনক্রোনাস মোটর (all about synchronous motor in bangla)

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

New+Doc+2018-12-03_4

আজকের আলোচনায় যা যা থাকছে
০১। সিনক্রোনাস মোটর কি?
০২। সিনক্রোনাস মোটর এর বৈশিষ্ট্য
০৩। সিনক্রোনাস মোটর স্টার্ট করার মূলনীতি কি?
০৪। সিনক্রোনাস মোটর স্টার্ট করার উপায় গুলো কি কি?
০৫। সিনক্রোনাস মোটরের ব্যবহার
০৬। সিনক্রোনাস মোটরের হান্টিং বলতে কি বুঝায়?
০৭। সিনক্রোনাস মোটরে হান্টিঙের কারণগুলো কি কি?
০৮। সিনক্রোনাস মোটর এক্সাইটেশন বলতে কী বোঝায়?
০৯। সিনক্রোনাস মোটর কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়?
১০। নরমাল এক্সাইটেশন ভোল্টেজ বলতে কী বোঝায়?

০১। সিনক্রোনাস মোটর কি?

যে ইন্ডাকশন মোটরে কোন স্লিপ নাই অথবা যে মোটর নো লোড ও ফুল লোড অবস্থায় একই গতিতে ঘুরতে পারে অর্থাৎ নির্দিষ্ট সিনক্রোনাস স্পিড, Ns = 120f/p এ ঘুরে তাকে সিনক্রোনাস মোটর বলে।

০২। সিনক্রোনাস মোটর এর বৈশিষ্ট্য

  • রোটরে এক্সাইটেশন বা অন্য কোন প্রক্রিয়ায় স্ট্যাটিক ফিল্ড তৈরি করা হয়।
  • অন্যান্য ইন্ডাকশন মোটরের ন্যায় এ মোটরও নিজে নিজে স্টার্ট নিতে পারে না।
  • লোড ফ্যাক্টর যাই হোক মোটরের ঘূর্ণন গতির কোন পরিবর্তন হয় না।
  • সিনক্রোনাস মোটর বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে চালানো সম্ভব।

০৩। সিনক্রোনাস মোটর স্টার্ট করার মূলনীতি কি?

সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক শূন্য থাকে বলে এ মোটরে সাপ্লাই প্রয়োগ করলে সাধারণভাবে ঘুরে না। তাই এ মোটরকে স্টার্ট করতে হলে রোটরকে কোন উপায়ে স্টেটরে উৎপন্ন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের গতির কাছাকাছি এনে দিতে হয়। synchronous motor এর ঘুর্নণ গতি সম্পর্কে বিস্তারিত এখানে দেয়া আছে।

০৪। সিনক্রোনাস মোটর স্টার্ট করার উপায় গুলো কি কি?

সিনক্রোনাস মোটর স্টার্ট করার উপায় গুলো হলো:
  • ডিসি মোটরের সাহায্যে স্টার্ট করা
  • সিনক্রোনাস ইন্ডাকশন মোটর হিসেবে স্টার্ট করা
  • এক্সাইটারের সাহায্যে স্টার্ট করা
  • পোনি মোটরের সাহায্যে স্টার্ট করা

০৫। সিনক্রোনাস মোটরের ব্যবহার

  • পাওয়ার ফ্যাক্টর  ইমপ্রুভ করার জন্য
  • কনস্ট্যান্ট স্পিড মেশিন হিসেবে
  •  কনডেনসার হিসেবে

০৬। সিনক্রোনাস মোটরের হান্টিং বলতে কি বুঝায়?

কোন সিনক্রোনাস মোটর চলন্ত অবস্থায় যখন লোড বারবার পরিবর্তন হতে থাকে অথবা সরবরাহ লাইনের ফ্রিকোয়েন্সি অনবরত পরিবর্তিত হতে থাকে তখন রোটরের গতিবেগও ক্রমাগত তার সঙ্গে ওঠানামা করতে থাকে। মোটরের এই অবস্থাকেই হান্টিং বা কলা দোলন বলে।

০৭। সিনক্রোনাস মোটরে হান্টিঙের কারণগুলো কি কি?


  • ঘূর্ণায়মান অবস্থায় ক্রমাগত লোডের হ্রাস-বৃদ্ধি
  • সাপ্লাই ফ্রিকুয়েন্সির হ্রাস-বৃদ্ধি
  • সিনক্রোনাস মোটর অতি লম্বা সাপ্লাই লাইনের সাথে সংযুক্ত থাকা

০৮। সিনক্রোনাস মোটর এক্সাইটেশন বলতে কী বোঝায়?

সিনক্রোনাস মোটরের রোটরে একটি কয়েল থাকে যাতে বাহির হতে একটি ডিসি সাপ্লাই প্রয়োগ করা হয়। এটি ছাড়া যেকোনো সিনক্রোনাস মোটর একটি ইন্ডাকশন মোটর ছাড়া আর কিছুই নয়। আর এই সাপ্লাই প্রয়োগ করাকেই সিনক্রোনাস মোটরে এক্সাইটেশন বলে।

০৯। সিনক্রোনাস মোটর কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায়?

এক্সাইটেশন ভোল্টেজ হ্রাস-বৃদ্ধি করে সিনক্রোনাস মোটরকে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যায় অর্থাৎ ল্যাগিং, লিডিং বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করানো যায়।
Synchro_motor_excitation_%26_powerfactor

১০। নরমাল এক্সাইটেশন ভোল্টেজ বলতে কী বোঝায়?

এক্সাইটেশন ভোল্টেজের যে মানের জন্য সিনক্রোনাস মোটর ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে রান করে তাকে নরমাল এক্সাইটেশন ভোল্টেজ বলে।

পুল-আউট টর্ক কি?
নির্ধারিত অর্থাৎ রেটেড ভোল্টেজে ও ফ্রিকুয়েন্সিতে কোন সিনক্রোনাস মোটর সর্বোচ্চ যে টর্ক নিয়ে সিনক্রোনাস স্পীডে ঘুরতে পারে তাকে পুল-আউট টর্ক বলে। এই টর্ক সাধারণত ফুললোড টর্কের ১.৫ থেকে ৩.৫ গুন হয়ে থাকে। অর্থাৎ কোন সিনক্রোনাস মোটরের সর্বোচ্চ মেকানিক্যাল লোডের পরিমান নির্দিষ্ট ।

সিনক্রোনাস মোটর কেনো সিনক্রোনাস গতিতে ঘুরে?

সহজ কথায় বললে "সিনক্রোনাস মোটরে ইন্ডাকশন মোটরের ন্যায় কোনো স্লিপ থাকে বলে এই মোটর একটি কনস্ট্যান্ট স্পীডে ঘুরে"।

আমাদের পোস্ট বা লেখা ভালো লাগলে ভোল্টেজ ফ্যাক্টস্ (Voltage Facts) এর সাথে থাকবেন। আর কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

৫টি মন্তব্য:

  1. blogger_logo_round_35
  2. blogger_logo_round_35


    ফিল্ড কারেন্ট কনস্টেন্ট রেখে লোড বাড়ালে স্টেটর কারেন্ট কিভাবে পরিবর্তন হয়?

    উত্তরমুছুন

Attention Please