সবচেয়ে সহজ একটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর সার্কিট শেয়ার করলাম যেখানে সবচেয়ে কম ইকুইপমেন্ট বা সরঞ্জাম ব্যবহার করে সার্কিট তৈরি করা হয়েছে। সার্কিটটি তৈরি হয়ে গেলে দেখতে অনেকটা নিচের ছবির মত দেখাবে। এছাড়া সার্কিট ডায়াগ্রামও শেয়ার করলাম।আপনারা চাইলে সার্কিটটি বেরো বোর্ড বা পিসিবিতে করতে পারেন আমি এখানে কোন প্রকার বোর্ড ছাড়াই দেখিয়েছি।
সার্কিটি যেভাবে কাজ করে:
সার্কিট এর মূল কার্যক্রম নির্ভর করে uln2003 আইসির উপর। সার্কিটের কার্যপ্রণালী সহজে ব্যাখ্যার জন্য আইসিটির অভ্যন্তরীণ গঠন নিচের চিত্রে দেখানো হলো। এই আইছি গুলি উচ্চ ভোল্টেজ, উচ্চ কারেন্ট ডার্লিংটন অ্যারে যার প্রতিটিতে রয়েছে সাতটি ওপেন কালেক্টর কমন ইমিটার ডার্লিংটন পেয়ার। এই উচ্চ ভোল্টেজ, উচ্চ কারেন্টের ডার্লিংটন অ্যারের প্রতিটি চ্যানেলের রেটেড কারেন্ট 500mA এবং সর্বোচ্চ 600mA এর কারেন্ট সহ্য করতে পারে। ইন্ডাক্টিভ লোড কানেক্ট করা সুবিধার্থে ফ্লাইব্যাক ডায়োডও সংযুক্ত থাকে। সহজ ভাষায় বলতে গেলে, প্রত্যেকটি চ্যানেল একেকটি কমন ইমিটার অ্যামপ্লিফায়ার, যার ইনপুট প্রান্ত হচ্ছে I এবং আউটপুট প্রান্ত হচ্ছে O.
পরীক্ষার জন্য প্রবগুলো নিচের চিত্রের মত তৈরি করা যেতে পারে। তবে বাড়ির ছাদের পানির টাংকিতে ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু ( স্টেইনলেস স্টিল বা ইলেকট্রিক্যাল প্লাগ এর সাথে যে ধাতু দেয়া থাকে তা ) দিয়ে প্রব তৈরি করতে পারলে ভালো, এতে প্রবের উপরিভাগে কোন প্রকার জং বা আবরণ পরার সম্ভাবনা থাকবে না। প্রবগুলো বড় কোন পানির ট্যাংক এ স্থাপনের ক্ষেত্রে এমনভাবে বসাতে হবে যেন পানির ট্যাংকের বিভিন্ন লেভেলে স্থায়ীভাবে অবস্থান করতে পারে। তা না হলে সঠিকভাবে পানির স্তর ইন্ডিকেট করা সম্ভব হবে না। প্রবগুলো স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে প্রত্যেকটি প্রব ইলেকট্রিক্যাল ভাবে ইনসুলেটড থাকে আর শুধুমাত্র পানির মাধ্যমেই কন্টাক্ট পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন