এখানে 555 টাইমার ব্যবহার করে একটি সহজ পানির স্তর নির্দেশকারী সার্কিট তৈরি করা হয়েছে। পানি পূর্বনির্ধারিত স্তরে পৌঁছে গেলেএই সার্কিটটি একটি শ্রবণযোগ্য অ্যালার্ম তৈরি করবে। সার্কিটটি 3V ব্যাটারি চালিত হতে পারে এবং এটি ব্যবহার করা খুব সহজ।
সার্কিটটি মূলত IC1 (NE 555) ব্যবহার করে একটি অ্যাস্ট্যাবল মাল্টিভাইবারেটর ভিত্তিক অ্যালার্ম সার্কিট। এখানে অ্যাস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের অপারেটিং ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটর C1, রেজিস্টর R1, R2 এবং প্রোব A ও B এর মধ্যবর্তী রোধের উপর নির্ভর করবে। প্রোবদ্বয় পানি দ্বারা সংযুক্ত না হওয়া পর্যন্ত ওপেন সার্কিট হিসেবে কাজ করবে ফলে মাল্টিভাইব্রেটর এ কোন অভিয়েশন ফ্রিকোয়েন্সি তৈরি হবে না এবং বাজারটিও বাজবে না। প্রোবদ্বয় পানি দ্বারা সংযুক্ত হওয়ার সাথে সাথে প্রোবদ্বয় এ পানির মাধ্যমে কিছু কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ প্রোবদ্বয় পানির রেজিস্টেন্স দ্বারা ক্লোজ সার্কিট হবে। ফলে এখন মাল্টিভাইব্রেটর অসিলেশন বা ফ্রিকুয়েন্সি তৈরি হবে এবং বাজারটি বিপ বিপ করতে থাকবে। এভাবে পানির পূর্বনির্ধারিত স্তর উল্লেখিত সার্কিটের মাধ্যমে বোঝা যাবে।
টিকা:
১। সার্কিটটি একটি 3 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালিত।
২। সার্কিটটি স্থাপনের ক্ষেত্রে ভালো বেরো বোর্ড, প্রজেক্ট বোর্ড বা প্রিন্টেড সার্কিট বোর্ড ব্যবহার করা যেতে পারে।
৩। প্রোব দুটি তৈরি করার ক্ষেত্রে ইনসুলেটেড অ্যালুমিনিয়াম বা কপার তার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে যেখানে পানি স্পর্শ করবে সে জায়গাটার ইন্সুলেশন তুলে ফেলতে হবে।
৪। প্রোব দুটির একটিকে পানির যে কোন স্তরে রাখা যেতে পারে তবে অন্যটিকে পানির যে স্তরকে আমরা নির্দেশ করতে চাচ্ছি সেখানে রাখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন