হাই ভোল্ট ডিসি ট্রান্সমিশন লাইন অনেক সময় পাওয়ার সুপার হাইওয়ে বা ইলেকট্রিক্যাল সুপার হাইওয়ে নামে পরিচিত।
দূরত্ব ও পাওয়ারের পরিমাণের ওপর নির্ভর করে এসি ট্রান্সমিশনের তুলনায় ডিসি ট্রান্সমিশনের সুবিধা বা আর্থিক ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়।
নিচে ডিসি ট্রান্সমিশনের কিছু সুবিধা উল্লেখ করা হলো।
স্কিন ইফেক্ট
এসি সরবরাহের ক্ষেত্রে কারেন্ট পরিবাহী তারের উপরিতল দিয়ে প্রবাহিত হওয়ার একটি প্রভাব পরিলক্ষিত হয় যা স্কিন ইফেক্ট নামে পরিচিত। ডিসি সরবরাহের ক্ষেত্রে এ ধরনের প্রভাব পরিলক্ষিত হয় না ফলে সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে কারেন্ট প্রবাহিত হয়।
সরবরাহ লাইনের ওহমিক রেজিস্ট্যান্স হ্রাস পায়।
করোনার প্রভাব
করোনার প্রভাব এইচভিএসি এবং এইচভিডিসি উভয় সিস্টেমেই প্রদর্শিত হয়। তবে, HVDC সিস্টেমে HVAC সিস্টেমের তুলনায় করোনার প্রভাব কম। তাছাড়া HVDC হতে উৎপন্ন করোনা কাছাকাছি কমিউনিকেশন লাইনে কোন নয়েজ বা ঝামেলা সৃষ্টি করে না।
ভোল্টেজ রেগুলেশন
উঠেছে সার্কিটে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স কাজ করে না। ফলে ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স দ্বারা কোন ভোল্টেজ ড্রপ ঘটে না। যার ফলে ডিসি ট্রান্সমিশনে অপেক্ষাকৃত ভালো ভোল্টেজ রেগুলেশন পাওয়া যায়।
টাওয়ারের আকার
এইচভিডিসি ট্রান্সমিশন লাইনে ফেজ-ফেজ এবং ফেজ-গ্রাউন্ড এর মধ্যে প্রয়োজনীয় দূরত্ব এইচভিএসি লাইনের তুলনায় কম। তাই প্রয়োজনীয় টাওয়ারের উচ্চতা এবং প্রশস্ততা তুলনামূলক কম লাগে।
এই সিস্টেমে প্রয়োজনীয় কন্ডাক্টরের সংখ্যা কম। সুতরাং, টাওয়ারের আকার কম হ'ল যার ফলে টাওয়ারের দাম কম হবে।
লাইন লোড
EHV-AC লাইনে অনুমোদিত লোড লাইন রিয়্যাকট্যান্স এবং ট্রানজিয়েন্ট স্থায়িত্ব দ্বারা সীমাবদ্ধ। এইচভিডিসি লাইনের ক্ষেত্রে এ জাতীয় কোন সীমাবদ্ধতা নেই।
পাওয়ার ফ্যাক্টর
সাধারণত, ডিসি সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করা হয় না।
ডাইলেট্রিক পাওয়ার লস
এসি এর তুলনায় ডিসির ক্ষেত্রে ইলেকট্রিক পাওয়ার ক্যাবলে ডাইলেট্রিক পাওয়ার লস খুবই কম থাকে। পলি ক্যাবল এর কারেন্ট বহন ক্ষমতা বৃদ্ধি পায়।
উচ্চতর অপারেটিং ভোল্টেজ
একই ইনসুলেটর ও অন্যান্য উপকরণ ব্যবহার করে এসি তুলনায় উচ্চতর অপারেটিং ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনে
রেফারেন্স:
৩। image: wikimedia
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন