মাল্টিভাইব্রেটর (Multivibrator)
মাল্টিভাইব্রেটর এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা দ্বিস্তর বিশিষ্ট সিগনাল ( ডিজিটাল ০/১ বা হাই/লো ) উৎপাদনে ব্যবহার হয়। নন-সাইনুসয়ডাল ওয়েভ যেমন স্কয়ার ওয়েভ বা স-টুথ ওয়েভ জেনারেটর, টাইমার, ফ্লিপফ্লপ ইত্যাদি হিসেবে বহুল ব্যবহৃত একটি সার্কিট হচ্ছে মাল্টিভাইব্রেটর।
মাল্টিভাইব্রেটরের প্রকারভেদ
- এস্ট্যাবল বা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর
- মনোস্ট্যাবল বা ওয়ান শন মাল্টিভাইব্রেটর
- বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটর বা ফ্লিপফ্লপ
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর সার্কিট
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর গঠন
এস্ট্যাবল মাল্টিভাইব্রেটর এর কার্যপ্রনালী
বৈশিষ্টে সামান পার্থক্য থাকায় সার্কিটে পাওয়ার সাপ্লাই দেয়ার সাথে সাথে ট্রানজিস্টর দুটির যেকোন একটি কন্ডাকশনে যাবে। ধরি, $Q_1$ কন্ডাকশনে যাবে এবং $Q_2$ অফ থকবে।
$C_1$ ক্যাপাসিটরের বামদিক $Q_1$ ট্রানজিস্টরের মাধ্যমে ভার্চুয়াল গ্রাউন্ড পায়। ফলে $R_2$ এর মাধ্যমে এটি ডিসচার্জ রিভার্স চার্জ হতে থাকে। একই সময় $Q_2$ অফ থাকায় $R_4$ ও $Q_1$ এর বেজ-ইমিটার ফরোয়ার্ড জাংসনের মাধ্যমে $C_2$ ডিসচার্জ হতে থাকে। ফলে এক সময় $C_2$ এর ভোল্টেজ কমে যাওয়ায় $Q_1$ অফ হয়ে যায় এবং $C_1$ এর মাধ্যমে $Q_2$ এর বেজ-ইমিটার ফরোয়ার্ড বায়াস পেলে এটি কন্ডাকশনে যায়।
এবার $Q_2$ একটিভ এবং $Q_1$ অফ। উপরে উল্লেখ্য প্রক্রিয়া অনুযায়ী $Q_2$ অফ ও $Q_1$ একটিভ হবে এবং তা ক্রমান্বয়ে ঘটতে থাকবে।
মনোস্ট্যাবল মাল্টিভাইব্রেটর
মনোস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের সার্কিট
এই সার্কিটে পাওয়ার সাপ্লাই প্রয়োগ করলে $R_2$ মাধ্যমে $Q_2$ ফরোয়ার্ড বায়াস প্রাপ্ত হবে এবং $Q_2$ একটিভ হবে। ফলে $R_4$ এর মাধ্যমে $Q_1$ এর বেজ রিভার্স বায়াস পাবে ও $Q_1$ অফ থাকবে। এ অবস্থায় $Q_2$ কালেকটর হতে আউটপুট নেয়া হয়।
এখনে নিম্ন মানের রেজিস্ট্যান্স $R_1$ ( $R_1>$$R_2$ ) ও $Q_2$ ট্রানজিসটরের বেজ-ইমিটার জাংশনের মাধ্যমে $C_1$ প্রদর্শিত পোলারিটি অনুযায়ী চার্জ হবে। এ অবস্থায় $Q_2$ এর বেজে একটি $-Ve$ পালস প্রয়োগ করলে এর বেজ রিভার্স বায়াস পাবে অথবা $Q_1$ এর বেজে একটি $+Ve$ পালস প্রয়োগ করলে এর বেজ ফরোয়ার্ড বায়াস পাবে যা $C_1$ এর মাধ্যমে $Q_2$-কে রিভার্স বায়াস করবে। ফলে মাল্টিভাইব্রেটরটি অস্থিতিশীল অবস্থায় চলে যাবে।
$R_2$ এর মাধ্যমে $C_1$ সম্পূর্ণ ডিসচার্জ হয়ে রিভার্স চার্জিং এর ফলে $Q_2$ আবার ফরোয়ার্ড বায়াস পাবে এবং মাল্টিভাইব্রেটরটি আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।
বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটর
বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের দুটি অবস্থাই স্থিতিশীল। এক্ষেত্রে দুটি আলাদা আলাদা ট্রিগার ইনপুট থাকে। ট্রিগারের উপর নির্ভর করে দুটি আলাদা স্থিতিশীল অবস্থা আউটপুটে পাওয়া যায়। একটি ট্রিগার পালস দেয়ার পর আউটপুটে ঐ অবস্থাটি স্থিতিশীল থাকে। যেকোন ট্রানজিসটরের কালেক্টর হতে আউটপুট সংগ্রহ করা যায়।
বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটরের সার্কিট
বাইস্ট্যাবল মাল্টিভাইব্রেটর সার্কিট |
মাল্টিভাইব্রেটরের ব্যবহার
- ডিজিটাল লজিক সার্কিটে,
- কম্পিউটার মেমরী বা ফ্লিফ্লপ হিসেবে,
- টাইমার সার্কিট হিসেবে,
- ফ্রিকুয়েন্সি ডিভাইডার হিসেবে,
- ওসিলেটর বা ওয়েভ জেনারেটর হিসেবে,
- পালস জেনারেটর হিসেবে মাল্টিভাইব্রেটর ব্যবহার করা হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন