সুপার হেটারোডাইন (Super Heterodyne) রেডিও রিসিভার এর ব্লক ডায়াগ্রাম |
এন্টেনাঃ ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভে ধরার জন্য এন্টেনা ব্যবহার করা হয়।
আর.এফ অ্যামপ্লিফায়ারঃ এন্টেনা হতে প্রাপ্ত রেডিও সিগনালকে বর্ধিত করে পরবর্তি কার্যক্রমের জন্য প্রেরন করে।
মিক্সারঃ এটি রেডিও সিগনালকে ইন্টারমিডিয়েট সিগনালে রূপান্তর করে। এটি প্রথম ডিটেক্টর হিসেবেও পরিচিত।
আই.এফ অ্যামপ্লিফায়ারঃ এটি মিক্সার হতে প্রাপ্ত সিগনালকে বর্ধিত করে দ্বিতীয় ডিটেকটরে প্রেরণ করে।
এ.এফ ভোল্টেজ ও পাওয়ার অ্যামপ্লিফায়ারঃ এই দুটি স্টেজ ডিটেক্টর হতে প্রাপ্ত সিগনালকে আরো বর্ধিত করে লাউড স্পিকারে প্রেরণ করে।
লাউড স্পিকারঃ লাউড স্পিকার ইলেকট্রিক্যাল সিগনালকে শ্রবণযোগ্য শব্দে রূপান্তর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন