ব্যবহারিক সার্কিটে বিভিন্ন সময় সেল বা ব্যাটারি সিরিজ ও প্যারালাল করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে বেশ কিছু সূত্র ও নিয়ন মেনে চলতে হয়। তা না হলে আশানরূপ ফলাফল পাওয়া যায় না। ক্ষেত্র বিশেষ লাভের চেয়ে ক্ষিতিই বেশি হয়। নিচে সেল বা ব্যাটারি সিরিজ ও প্যারালাল করার কিছু নিয়ম তুলে ধরা হলো। এছাড়া ব্যাটারী সিরিজ বা প্যারালাল করার কারণ জানতেই পোস্টটি পড়ুন।
সেল বা ব্যাটারি সিরিজ করার সূত্র ও নিয়ম
একাধিক সেল বা ব্যাটারি যখন সিরিজ করা হয় তখন প্রথম ব্যাটারির $+Ve$ প্রান্ত দ্বিতীয় ব্যাটারির $-Ve$ প্রান্তের সাথে ও দ্বিতীয় ব্যাটারির $+Ve$ প্রান্ত তৃতীয় ব্যাটারির $-Ve$ প্রান্তের সাথে যুক্ত করা হয়। এভাবে একের অধিক যেকোন সংখ্যক ব্যাটারি সিরিজে সংযুক্ত করা যায় এবং অবশিষ্ট $+Ve$ ও $-Ve$ প্রান্ত হতে আউটপুট নেয়া হয়। এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ সিরিজে সংযুক্ত ব্যাটারিগুলোর ভোল্টেজের গানিতিক যোগফলের সমান হয়। অর্থাৎ
$E_T = E_1 +E_2 + E_3 +..... + E_n$
- পাওয়ার ও ভোল্টেজ বৃদ্ধি করার জন্য একাধিক ব্যাটারি সিরিজ করা হয়।
- ব্যাটারি সিরিজ করা হলে এদের অভ্যন্তরিন রেজিস্ট্যান্সও সিরিজে থাকে। ফলে মোট রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। এক্ষেত্রে অভ্যন্তরিন মোট রেজিস্ট্যান্স, $R_i = r_i_1 +r_i_2 +r_i_3 +..... + r_i_n$
- এক্ষেত্রে সর্বোচ্চ কারেন্ট ক্যাপাসিটি সিরিজে সংযুক্ত ব্যাটারিগুলোর মধ্যে যে ব্যাটারি সর্বোনিম্ন দিবে তার সমান হবে।
- ভিন্ন কারেন্ট ক্যাপাসিটির ব্যাটারি সিরিজ করা হলে রিচার্জিং এর ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে।
- সিরিজে সংযুক্ত ব্যাটারিগুলোর ভোল্টেজ যাই হোক কারেন্ট ক্যাপাসিটি একই হলে ভালো হয়। তা না হলে চার্জিং ও ডিসচার্জিং এর সময় ওভার চার্জিং ও আন্ডার চার্জিং এর ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্থ হতে পারে।
সেল বা ব্যাটারি প্যারালাল করার সূত্র ও নিয়ম
একাধিক সেল বা ব্যাটারি যখন প্যারালাল করা হয় তখন প্রত্যেক ব্যাটারির $+Ve$ প্রান্ত একটি সাধারণ বিন্দুতে ও $-Ve$ প্রান্ত অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত করা হয়। এভাবে একের অধিক যেকোন সংখ্যক ব্যাটারি প্যারালাল যুক্ত করা যায় এবং $+Ve$ ও $-Ve$ প্রান্ত হতে আউটপুট নেয়া হয়। প্যারালালে আউটপুট ভোল্টেজ অপরিবর্তিত থাকে ও মোট কারেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি পায়।
$I_T = I_1 + I_2 + I_3 +..... + I_n$
- পাওয়ার ও কারেন্ট বৃদ্ধি করার জন্য একাধিক ব্যাটারি প্যারালাল করা হয়।
- ব্যাটারি প্যারালাল করা হলে এদের অভ্যন্তরিন রেজিস্ট্যান্সও প্যারালালে থাকে। ফলে মোট রেজিস্ট্যান্স হ্রাস পায়। এক্ষেত্রে মোট অভ্যন্তরিন রেজিস্ট্যান্স, $R_i = 1/ {1/ r_i_1 + 1/r_i_2 + 1/r_i_3 +..... + 1/r_i_n}$
- প্যারালালে সংযুক্ত ব্যাটারিগুলোর আউটপুট ভোল্টেজ সমান হতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন