প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে

ইলেকট্রিক্যালব্যাটারিElectrical

ব্যাটারি সিরিজ বা প্যারালাল কেন করা হয়?

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

ডিজিটাল ইলেকট্রনিক্স

ব্যাটারি সিরিজ বা  প্যারালাল করলে কি কোন সুবিধা পাওয়া যায়? অথবা কিভাবে বুঝব ব্যাটারি কখন, সিরিজ কখন প্যারালাল করতে হবে?

ভোল্টেজ ফ্যাক্টস নতুন পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যবহারিক ক্ষেত্রে অনেক সময় একাধিক ব্যাটারি সিরিজ অথবা প্যারালাল করে ব্যবহার করার প্রয়োজন পড়ে। আবার নির্দিষ্ট  রেটিং অর্জনের লক্ষ্যে অনেক সময় সিরিজ-প্যারালাল (উভয়ের সমন্বয় একত্রে) ব্যবহার করতে হয়।

সম্পর্কিত পোস্ট

ব্যাটারি যেহেতু ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট তাই সিরিজ ও প্যারালাল সমন্বয়ের ক্ষেত্রে নিম্নোক্ত দুটি বিষয় লক্ষ্য রাখা আবশ্যক।


VT=V1+V2+V3+V4...
Untitled

VT = ??



ব্যাটারি সিরিজ ও প্যারালাল করার কারণ

আকাঙ্খিত মনের ভোল্টেজ উৎপাদন, একই ভোল্টেজে অধিক লোড চালানো, ব্যাটারির ইন্টারনাল রেজিস্টেন্স হ্রাস-বৃদ্ধি করা, লোড অধিক সময়  চালানো ইত্যাদি কারণে ব্যাটারি সিরিজ অথবা প্যারালাল করে ব্যবহার করা হয়। তবে যে সমন্বয়ই ব্যবহার করা হোক না কেন মোট শক্তির পরিমাণ সবসময় ধ্রুবক থাকবে। নিচে ব্যাখ্যা করা হলো

ব্যাটারি সিরিজ করার কারণ

একাধিক ব্যাটারি সিরিজে ব্যবহার করার মূল লক্ষ হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করা। প্রয়োজনীয় মানের ভোল্টেজ উৎপাদনের লক্ষে দুই বা এর অধিক ব্যাটারি সিরিজে যুক্ত করা হয়। চিত্রে মোট ভোল্টেজ অর্জনের সূত্র দেয়া আছে। একাধিক ব্যাটারি সিরিজে ব্যবহারের ফলে ইন্টারনাল রেজিস্টেন্সও সিরিজে থাকে বলে মোট ইন্টারনাল রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়।

Untitled

উপরের চিত্র অনুযায়ী যদি চারটি ব্যাটারি সিরিজে ব্যবহার করা হয় তাহলে মোট শক্তির পরিমাণ,

WT = W1 + W2 + W3  + W4
 = V1Ah1 + V2Ah2 + V3Ah3 + V4Ah4
 = (V1 + V2 + V3 + V4)Ah
 = VTAh 
যেখানে,
W = ব্যাটারির শক্তির পরিমান
 V = ব্যাটারির ভোল্টেজ
 Ah = অ্যাম্পিয়ার-আওয়ার (ব্যাটারির র‍্যাটিং)
এখানে, 
Ah = Ah1 = Ah2 = Ah3 = Ah4
(মোট ভোল্টেজ বৃদ্ধি পাবে ও রেটিং অপরিবর্তিত থাকবে)

অর্থাৎ ব্যাটারির মোট ভোল্টেজ বৃদ্ধি পেলেও অ্যাম্পিয়ার আওয়ার রেটিং অপরিবর্তিত থাকে। তাহলে উপরে সূত্র হতে আমরা পাই, 
Total Voltage = 48 Volt
Total internal resistance =r1+r2+r3+r4
Total Capacity = 10 Ah
Total power =48×10=480watt

প্যারালাল সমন্বয় ব্যবহার করার কারণ

 উপরের প্রথম চিত্র হতে এটি সহজেই বোঝা যায় যে, প্যারালাল সমন্বয়ের ফলে ভোল্টেজের কোন পরিবর্তন হবে না। এক্ষেত্রে ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষে একাধিক ব্যাটারির প্যারালাল করে ব্যবহার করা হয়। এতে  ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স প্যারালাল-এ সংযুক্ত থাকায় মোট সমতুল্য রেসিস্ট্যান্স হ্রাস পাবে।

WT = W1 + W2 + W3  + W4
 = V1Ah1 + V2Ah2 + V3Ah3 + V4Ah4
 = (Ah1 + Ah2 + Ah3 + Ah4)V
 = VAh 
এখানে,
V = V1 = V2 = V3 = V4
এবং
Ah = Ah1 + Ah2 + Ah3 + Ah4
(যেহেতু মোট ভোল্টেজ অপরিবর্তিত থাকবে)

অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী, ব্যাটারি প্যারালাল সমন্বয়ের ফলে ভোল্টেজ অপরিবর্তিত থাকে কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার রেটিং বৃদ্ধি পায়। তাহলে উপরে চিত্র হতে পাই, 
Total Voltage = 12 Volt
Total internal resistance =11r1+1r2+1r3+1r4
Total Capacity = 40 Ah
Total power =12×40=480watt

সিরিজ-প্যারালাল সমন্বয় ব্যবহার করার কারণ

ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার আওয়ার রেটিং দুটি একসাথে বৃদ্ধি করার জন্য এই ধরনের সমন্বয় ব্যবহার করা হয়। যেমন_
Untitled

আপডেট: ০৭/২৪/২০২২
Purpose of this blog
Learning and Sharing is the main purposeof this site. If you find anything helpful, please, share this blog to your friends to help them.

Our FB group AMIE Help Center
Our Another Site Voltage Facts

1 টি মন্তব্য:

Attention Please