ভ্যারিস্টর হল পরিবর্তনশীল রেজিস্ট্যান্স বিশিষ্ট এক ধরনের ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর ডিভাইস যার রেজিস্ট্যান্স ভোল্টেজের ওপর নির্ভরশীল। এজন্য এই ডিভাইসটিকে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টারও (Voltage Dependent Resistor - VDR) বলা হয়ে থাকে। ভ্যারিস্টর (Varistor) শব্দটি মূলত Variable এবং Resistor শব্দ দুটির সংযোগে তৈরি করা হয়েছে।
ভ্যারিস্টর সার্কিটে ব্যবহৃত অন্যান্য উপকরণের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। এটি ফিউজ বা সার্কিট ব্রেকার মতই তবে ফিউজ বা সার্কিট ব্রেকার ওভার-কারেন্ট হতে সুরক্ষা দেয়, আর ভ্যারিস্টরের জেনার ডায়োডের মতই ওভার-ভোল্টেজ হতে সুরক্ষা দেয়। এক্ষেত্রে মনে রাখতে হবে এটি সাধারণত ট্রানসিয়েন্ট ভোল্টেজ হতে সার্কিটকে সুরক্ষা প্রদান করে। ভ্যারিস্টর এসি বা ডিসি উভয় সার্কিটেই সমানভাবে কাজ করে।
বিভিন্ন প্রকার ভ্যারিস্টরের মধ্যে মেটাল অক্সাইড ভেরিস্টর (Metal Oxide Varistor সংক্ষেপে - MOV, যেমন - 10D471K) যা এখন সবচেয়ে বেশি ব্যবহৃত ভোল্টেজ ক্ল্যাম্পিং ডিভাইস। এই ডিভাইস টি বিভিন্ন রেঞ্জের ভোল্টেজ/কারেন্ট এর মানে পাওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন