বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার শূন্য হয় একথা ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স এর সাথে যুক্ত সকলের জানা থাকা জরুরী। আজ এই পোস্টে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করবো।
সাধারণ ব্যাখ্যা
একটি ক্যাপাসিটরে এসি পাওয়ার দিলে, প্রথম অর্ধ সাইকেলে ক্যাপাসিটর এর দুই বিপরীত প্লেটে যে পরিমাণ শক্তি সঞ্চয় করে দ্বিতীয় অর্ধ সাইকেলে ঠিক একই পরিমান শক্তি সরবরাহ করে। ফলে এটি পাওয়ারলাইন হতে যে পরিমান শক্তি নেয় আবার সেই পরিমাণ শক্তি ফিরিয়ে দেয়। ফলে গাণিতিক যুক্তিতে বলা যায়, একটি বিশুদ্ধ ক্যাপাসিটর পাওয়ারলাইন হতে কোন শক্তি খরচ করে না
বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার
বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের চেয়ে ৯০ ডিগ্রী আগে থাকে বা অন্যভাবে বললে ভোল্টেজে কারেন্টের ৯০ ডিগ্রী পেছনে থাকে। এক্ষেত্রে ভোল্টেজক, $v = V\ sinφt$ এবং $V$ লাইন বরাবর ধরলে কারেন্টের কার্যকরী মান দাড়ায় $i=Icosθ$ [ θ = কারেন্ট ও ভোল্টেজের মধ্যকার কোণ ] এবং পাওয়ার,
$P = VIcosθ$
এখানে, $cosθ = cos 90° = 0$
অতএব, $P = 0$
আপনার হয়তো ভালো লাগবে:
আসসালামু আলাইকুম স্যার। অনেকে উপক্রিত হলাম
উত্তরমুছুন