বেজ ইমিটার জংশনে ফরওয়ার্ড বায়াস থাকলে ট্রানজিস্টর বন্ধ সুইচের মতো আচরণ করে আবার বেজ ইমিটার জংশনে রিভার্স বায়াস থাকলে এটি খোলা সুইচের মতো আচরণ করে। কোন ট্রানজিস্টরের এই বৈশিষ্ট্য ব্যবহার করে কোন সার্কিটে প্রবাহিত সর্বোচ্চ কারেন্ট এর মান নিয়ন্ত্রণ করা যায়।
এই সার্কিট তৈরি করতে হলে, প্রথমে আমরা যে সার্কিটের কারেন্ট সীমিত রাখতে চাচ্ছি সেই সার্কিটের সর্বোচ্চ ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরুন 12 ভোল্টেজে সর্বোচ্চ এক অ্যাম্পিয়ার প্রবাহিত হবে এমন কোন সার্কিটের শক্তি সরবরাহ করতে চাচ্ছি। তাহলে আমাদের এমন একটি ড্রাইভার ট্রানজিস্টর নির্বাচন করতে হবে যা 12 V-এ কমপক্ষে 1 এম্পিয়ার কারেন্টে প্রবাহ করতে সক্ষম।
উল্লেখ্য এখানে Q1 হচ্ছে ড্রাইভার ট্রানজিস্টর এবং Q2 হচ্ছে সুইচিং ট্রানজিস্টর।
বি: দ্র: এই সার্কিট এর সাহায্যে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় না। শুধুমাত্র কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়।
কার্যপ্রণালী:
ধরি, Q1 ট্রানজিস্টরের বেজ-ইমিটার ফরোয়ার্ড ভোল্টেজের মান = ০.৭ ভোল্ট। তাহলে R1 রেজিস্টরটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহের সময় ০.৭ ভোল্ট ড্রপ করবে।
অতএব, R2 = ০.৭/১ = ০.৭ ওহম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন