ক্ষমাহীন সামুদ্রিক পরিবেশে যে কোন যন্ত্রপাতি টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং। যেখানে সার্বক্ষণিক সামুদ্রিক কম্পন বাধ্য জ্বালানির বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের উপস্থিতি থাকে সেখানে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ক্যাবলের ধরণ একটু ভিন্ন হবে সেটাই স্বাভাবিক। এখানেই সামুদ্রিক বা মেরিন ক্যাবল ব্যবহার করা হয়।
পানির লবনাক্ততা ও সার্বোক্ষনিক ঢেউয়ের কারনে সমুদ্র অন্যতম বৈরি পরিবেশের মধ্যে একটি।
মেরিন ক্যাবল কি?
মেরিন ক্যাবল হল সাধারণত ব্রেক ক্যাবল বা সাধারণ সার্কিট ওয়্যারিং যা সামুদ্রিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। লবণাক্ত পানির সংস্পর্শে আসতে পারে ভেবে এই তারগুলি জল প্রতিরোধী হিসেবে তৈরি করা হয়। এছাড়া এই ক্যাবলগুলো বিশেষভাবে ক্ষয়প্রতিরোধি হয়ে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন