আসুন অ্যাম্পিয়ারের 'ল' ব্যবহার R ব্যাসার্ধের একটি দীর্ঘ সোজা তারের ভিতরে চৌম্বক ক্ষেত্র খুঁজে বের করি। ধরি, তারের ভেতর দিয়ে কারেন্ট I প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে কারেন্টের ঘনত্ব:
তারের ভিতরে r ব্যাসার্ধে চৌম্বক ক্ষেত্র খুঁজে বের করার জন্য r ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপআঁকি। চৌম্বক ক্ষেত্র বৃত্তাকার লুপেই আবর্তন করবে যেমনটি তারের বাইরে করে থাকে। অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করি:
r ব্যাসার্ধের ক্ষেত্রে:
তারের পৃষ্ঠতল অর্থাৎ R ব্যাসার্ধের ক্ষেত্রে:
বা,
বা,
বা,
উপরের সমীকরণ থেকে বোঝা যায় কেন্দ্র থেকে যত দূরে (পরিবাহীর পৃষ্ঠদেশ পর্যন্ত) যাওয়া যায় চৌম্বক ফ্লাক্স এর মান তত বাড়তে থাকে। আর যেহেতু কেন্দ্রে ব্যাসার্ধ, তাই চৌম্বক ফ্লাক্স,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন