অল্টারনেটর বা ট্রান্সফর্মার প্যারালাল অপারেশন এর সময় ইম্পিডেন্স, অ্যাডমিট্যান্স বা ফ্রিকোয়েন্সিতে সামান্য পার্থক্য থাকার কারণে অল্টারনেটর বা ট্রান্সফরমার গুলোর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাকে সার্কুলেটিং কারেন্ট বলে। সার্কুলেটিং কারেন্ট কখনোই লোডে প্রবাহিত হয় না।
ট্রান্সফরমারের ক্ষেত্রে সার্কুলেটিং কারেন্ট
সার্কুলেটিং কারেন্ট হচ্ছে এমন এক ধরনের কারেন্ট যা ট্রান্সফরমার গুলোর মধ্যে ঘুরতে থাকে এবং লোড পরিচালনায় কোনো অবাদান রাখে না। এটি অপ্রয়োজনীয় ওহমিক লস তৈরি করে এবং দক্ষতা হ্রাস করে। এর কারণে ট্রান্সফরমারে কারেন্ট প্রবাহের পরিমান বেড়ে যায়। সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও হ্রাস পায় যা ট্রান্সফরমারের প্রাথমিক দিকে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত লোডিংয়ের কারণ। এছাড়াও সার্কুলেটিং কারেন্টের কারনে সমান্তরাল অপারেশন অবস্থায় সামান্য ভারসাম্যহীনতা ট্রান্সফরমার গুলোর পাওয়ার ফ্যাক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
জেনারেটরের ক্ষেত্রে সার্কুলেটিং কারেন্ট
সার্কুলেটিং কারেন্ট তখনই ঘটে যখন একই সময়ে একাধিক জেনারেটর কাজ করে। যদি একটি মাত্র জেনারেটর চালানো হয়, তাহলে জেনারেটর থেকে সার্কুলেটিং কারেন্ট বের হওয়ার কোন সুযোগ নেই। ফলস্বরূপ, একটি একক জেনারেটর সিস্টেম স্থাপনের ক্ষেত্রে সার্কুলেটিং কারেন্ট অপ্রাসঙ্গিক। যখন দুই বা ততোধিক জেনারেটর সিঙ্ক্রোনাইজেশনে কাজ করে, তখন সার্কুলেটিং কারেন্টের সম্ভাবনা রয়েছে। সার্কুলেটিং কারেন্ট প্যারালালে সংযুক্ত জেনারেটর গুলোর মধ্যে প্রবাহিত হয়। যেহেতু অতিরিক্ত কারেন্ট প্রবাহের জন্য ডিজাইন করা হয়নি, তাই সার্কুলেটিং কারেন্ট তার/ক্যাবল বা জেনারেটরের যন্ত্রাংশকে অতিরিক্ত গরম করে তোলে । সার্কুলেটিং কারেন্ট সার্কিট ব্রেকারের ট্রিপ বা ফিউজ নষ্ট করে দিতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন