কোন কন্ডাক্টরে স্কিন ইফেক্ট তৈরির মূল কারন হচ্ছে ব্যাক ইএমএফ যা তৈরি হয় উক্ত কন্ডাকটরে প্রবাহিত কারেন্টের দরুন উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে।
ডিসি কারেন্ট এর ক্ষেত্রে কোন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের উদ্ভব ঘটে না অর্থাৎ চুম্বক ক্ষেত্রে পরিবর্তন শূন্য থাকে। ফলে কন্ডাক্টরে বা পরিবাহী তারে কোন ব্যাক ইলেক্ট্রো মোটিভ ফোর্স তৈরি হয় না। কোন ব্যাক ইএমএফ না থাকায় ডিসি প্রবাহের ক্ষেত্রে পরিবাহীতে কোন স্কিন ইফেক্ট থাকে না।
ফলে ডিসি কারেন্ট তারের সমগ্র প্রস্থচ্ছেদ জুড়ে সমানভাবে প্রবাহিত হতে পারে।
❤
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন