কোন পরিবাহি তারকে কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে ৯০ কোণে রেখে যদি এর পার্শ্ব বরাবর উক্ত চৌম্বক ক্ষেত্রের সাথে ৯০ ডিগ্রি কোণে গতিশীল করা যায় তাহলে ঐ পরিবাহি তারে একটি কারেন্ট আবিষ্ট হয়। উৎপন্ন এই আবিষ্ট কারেন্টের দিক সহজে বের করার জন্য স্যার জন অ্যামব্রোস ফ্লেমিং যে নিয়ম ব্যাখ্যা করেছেন তাই ফ্লেমিং এর ডান হস্ত বিধি হিসেবে পরিচিত। নিচে ফ্লেমিং এর ডান হস্ত বিধিটি দেয়া হলো।
ফ্লেমিং এর ডান হস্ত বিধি কি?
ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে বিস্তৃত করলে যদি তর্জনী চুম্বক বলরেখার দিক ও বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের গতিপথ নির্দেশ করে তাহলে মধ্যমা পরিবাহী তারে আবিষ্ট কারেন্টের দিক নির্দেশ করবে। এটাই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিং এর ডান হস্ত বিধি হিসেবে পরিচিত।
ফ্লেমিং এর ডান হস্ত বিধি কোথায় প্রয়োগ করা হয়
- ইলেকট্রিক্যাল জেনারেটরে উৎপন্ন ভোল্টেজের দিক নির্দেশ করতে ফ্লেমিং এর ডান হস্ত বিধি সবচেয়ে বেশি ব্যবহার হয় ।
- ম্যাগনেটিক সেন্সর দ্বারা কোন ঘুর্নায়মান যন্ত্রের গতির দিক সনাক্ত করতে এই বিধি ব্যবহার হয়।
নিচে আরো কিছু সম্পর্কিত পোস্টের লিঙ্ক দেয়া হলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন